প্রকাশ : ০৭ এপ্রিল ২০২২, ০০:০০
হাজীগঞ্জে নবাগত ইউএনও মোঃ রাশেদুল ইসলাম। আজ ৭ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে তিনি দায়িত্ব গ্রহণ করবেন। আর দায়িত্ব বুঝিয়ে দিবেন সদ্য বদলিপ্রাপ্ত ইউএনও তথা ফেনী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মোমেনা আক্তার।
হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, মোঃ রাশেদুল ইসলাম চট্টগ্রামের সীতাকুন্ড ও মিরসরাই উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ৩৪ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে চাকুরিতে যোগদান করেন।
মোঃ রাশেদুল ইসলাম কুমিল্লা জেলার বাসিন্দা। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্বিবিদ্যালয় (বুয়েট) থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে (যন্ত্র কৌশল) স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারি হাজীগঞ্জ উপজেলা থেকে পদোন্নতি লাভ করে ফেনী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলির আদেশপ্রাপ্ত হন মোমেনা আক্তার।