প্রকাশ : ০৭ এপ্রিল ২০২২, ০০:০০
শাহরাস্তি উপজেলার প্রবীণ সাংবাদিক জাকির হোসেন খানের দাফন সম্পন্ন হয়েছে। সকাল ৯টায় টামটা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এর পূর্বে সাংবাদিক জাকির হোসেন খানের রুহের মাগফিরাত কামনা করে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য জাকির হোসেন পাটোয়ারী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু, শাহরাস্তি পৌর বিএনপির সাবেক সভাপতি শেখ বেলায়েত হোসেন সেলিম ও সাংবাদিক মাসুদ রানা। জানাজা নামাজে শাহরাস্তি উপজেলার সাংবাদিকবৃন্দ, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ এলাকার বিপুল সংখ্যক মুসল্লি শরিক হন। জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। দাফন শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন মাওঃ মোশারফ হোসেন। উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ তাদের প্রিয় সহকর্মীকে বিদায় জানাতে এসে কান্নায় ভেঙ্গে পড়েন। সাংবাদিক জাকির হোসেন খানের মৃত্যুতে সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়।