শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২২, ০০:০০

কচুয়া-কালিয়াপাড়া সড়কের সংস্কার কাজে অনিয়ম
মেহেদী হাসান ॥

কালিয়াপাড়া থেকে কচুয়া আঞ্চলিক সড়কের সাড়ে ১৩ কিলোমিটার অংশের সংস্কার কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। সরেজমিনে দেখা যায়, সড়কটির ১৩ কিলোমিটার অংশে সংস্কার কাজের কার্পেটিংয়ে ঘনত্ব ৪০ মিলিমিটার দেয়ার কথা থাকলেও সড়কটিতে ঘনত্ব দেয়া হচ্ছে ২৬ থেকে ৩০ মিলিমিটার। প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে এই সড়কটি সংস্কার কাজের দরপত্র পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রানা বিল্ডার্স। সড়কটির কিছু অংশে বালুর ওপর আবার কিছু অংশে মাটির ওপর কার্পেটিং করা হচ্ছে। আবার কিছু অংশে কার্পেটিং না করেই সেই অংশটিকে মাটি দিয়ে ভরাট করে দিচ্ছে এই ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিকরা। সড়কটির উঁচু-নিচু অংশগুলো কার্পেটিং দিয়ে মিলিয়ে দেয়ার কথা থাকলেও তা করা হচ্ছে না। কোনোরকম তড়িঘড়ি করেই ঠিকাদারি প্রতিষ্ঠানটি সংস্কার কাজ করে যাচ্ছে। ফলে অল্প কয়েকদিনেই সড়কটির ১১ কিলোমিটার সংস্কার কাজ সম্পন্ন হয়েছে। পর্যবেক্ষকদের অভিযোগ, সড়কটির সংস্কার কাজের নিয়মিত তদারকিতে দেখা যায়নি সড়ক ও জনপথ অধিদপ্তরের সড়ক বিভাগের কোনো কর্মকর্তাকে। মাঝে মাঝে দায়সারা তদারকিতে আসেন কর্মকর্তাবৃন্দ। এ নিয়ে জনমনে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। যদিও অভিযোগটি অস্বীকার করেছেন সড়ক বিভাগ চাঁদপুরের উপ-বিভাগীয় প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) ও সহকারী প্রকৌশলী মোহাম্মদ মোশারফ হোসেন। তিনি চাঁদপুর কণ্ঠকে জানান, সড়ক বিভাগ চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী সামছুজ্জোহা, সহকারী প্রকৌশলী ও উপ-সহকারী প্রকৌশলীবৃন্দ নিয়মিত সড়কটির সংস্কার কাজ তদারকি করে যাচ্ছেন। কিছু কিছু জায়গায় রাস্তার অনিয়মের বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানকে সমাধান করে দেয়ার জন্য বলা হয়েছে। রানা বিল্ডার্স আগামী ৩ বছর এ সড়কটির রক্ষণাবেক্ষণের কাজ করবে।

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের কালিয়াপাড়া হতে কচুয়া-গৌরিপুর সড়কের সংযোগ স্থলটি হলো মাত্র সাড়ে ১৩ কিলোমিটার। এই রাস্তাটি সংস্কার হলে শাহরাস্তি, লাকসাম ও নোয়াখালীর ঢাকাগামী যাত্রীদের প্রায় ৪৫ কিলোমিটার সড়ক রাস্তা বেঁচে যায়। যাতে যাত্রীদের সময় বাঁচে প্রায় ১ ঘন্টা। সেই হিসেবে দীর্ঘদিন এই সাড়ে ১৩ কিলোমিটার রাস্তাটি বেহাল অবস্থায় থাকায় যাত্রীদের ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়েছে। রাস্তাটি সংস্কারে নিম্নমানের কাজের ফলে যে উদ্দেশ্যে সড়ক বিভাগ দীর্ঘদিন পরে হলেও সংস্কার কাজে হাত দেয় তা নির্ধারিত সময়ের আগেই বিনষ্ট হওয়ার সম্ভবনা রয়েছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন। ফলে সরকারের ব্যয় করা অর্থ যেন গচ্ছা যাচ্ছে। স্থানীয়রা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়