প্রকাশ : ০৬ এপ্রিল ২০২২, ০০:০০
কমিউনিটি পুলিশিং চাঁদপুর অঞ্চল-৫-এর নিয়মিত মাসিক সভা ও পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
৫ এপ্রিল মঙ্গলবার বিকেলে চাঁদপুর শহরের জোড় পুকুর পাড়স্থ সাহিত্য একাডেমীতে সংগঠনের সভাপতি রোটাঃ কাজী শাহাদাতের সভাপ্রধানে ও সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমানের উপস্থাপনায় উক্ত মাসিক সভায় বক্তব্য রাখেন উক্ত অঞ্চলের আওতাধীন দক্ষিণ কোড়ালিয়া মহল্লা কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান জিতু মিয়া বেপারী, সাধারণ সম্পাদক সাব্বির দেওয়ান মন্টু দেওয়ান, উত্তর কোড়লিয়া মহল্লা কমিটির সভাপতি মোঃ হারুন অর রশীদ পাটোয়ারী, মুন্সেফ পাড়া মহল্লা কমিটির সভাপতি অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার, সাধারণ সম্পাদক আঃ মোতালেব মিলন, চৌধুরী পাড়া মহল্লা কমিটির সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম, মহিলা কলেজ রোড-হাজী মহসীন রোড মহল্লা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডঃ নিজাম উদ্দিন খান শাহজাদা, আদর্শ মুসলিম পাড়া মহল্লা কমিটির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, গুয়াখোলা মহল্লা কমিটির সভাপতি শাহজাহান সিদ্দিকী, সাধারণ সম্পাদক কাজী শাহজালাল টিংকু, নিশি রোড পূর্ব মহল্লা কমিটির পক্ষে হুমায়ুন কবির খান প্রমুখ।
সভায় দীর্ঘ দুদশকের মতো কমিউনিটি পুলিশিং চাঁদপুর অঞ্চল-৫-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালনকারী রোটাঃ কাজী শাহাদাতের জন্মদিন উপলক্ষে তাঁকে চৌধুরীপাড়া মহল্লা কমিটির সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম ব্যক্তিগত উদ্যোগে শুভেচ্ছা ক্রেস্ট ও উপহার প্রদান করেন।
সবশেষে অঞ্চল-৫ ও সকল মহল্লা কমিটির নেতৃবৃন্দ এবং টহল বাহিনীর সদস্যরাসহ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।