শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২২, ০০:০০

মার্চ মাসে চাঁদপুরে ১৬৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার ॥ আটক ২৭
সোহাঈদ খান জিয়া ॥

চাঁদপুরে পৃথক পৃথকভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে এক মাসে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে। গত মার্চ মাসে চাঁদপুর জেলার প্রত্যকে উপজলোয় এ অভিযান পরিচালনা করে গাঁজা উদ্ধার ও আসামী আটক করা হয়।

অভিযানগুলো পরিচালনা করে র‌্যাব, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, থানা পুলিশ ও নৌ পুলিশ। উদ্ধারকৃত গাঁজার পরিমাণ ১শ’ ৬৩ কেজি ৫০০ গ্রাম। এতে আটক হয়েছে ২৭ জন আসামী। আটককৃতদের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব কর্তৃক ৪০ কেজি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক ৩৮ কেজি, শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক ২২ কেজি, কচুয়া থানা পুলিশ কর্তৃক ১৯ কেজি, হাজীগঞ্জ থানা পুলিশ কর্তৃক ১৭ কেজি, চাঁদপুর নৌপুলিশ কর্তৃক ১৪ কেজি, মতলব উত্তর থানা পুলিশ কর্তৃক ১৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

র‌্যাব কর্তৃক ৩ জন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক ৭ জন, শাহরাস্তি থানা কর্তৃক ৭ জন, কচুয়া থানা পুলিশ কর্তৃক ৩ জন, হাজীগঞ্জ থানা পুলিশ কর্তৃক ১ জন, নৌথানা পুলিশ কর্তৃক ৩ জন ও মতলব উত্তর থানা পুলিশ কর্তৃক ৮ জনকে আটক করা হয়।

মাদকসহ আটক নারী-পুরুষদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়। পরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের বিরুদ্ধে প্রশাসন কঠোরভাবে ব্যবস্থা নেবে।

উল্লেখ্য, উদ্ধারকৃত গাঁজার মূল্য ৬৫ লাখ ৬০ হাজার টাকা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়