প্রকাশ : ০৬ এপ্রিল ২০২২, ০০:০০
চাঁদপুরে পৃথক পৃথকভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে এক মাসে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে। গত মার্চ মাসে চাঁদপুর জেলার প্রত্যকে উপজলোয় এ অভিযান পরিচালনা করে গাঁজা উদ্ধার ও আসামী আটক করা হয়।
অভিযানগুলো পরিচালনা করে র্যাব, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, থানা পুলিশ ও নৌ পুলিশ। উদ্ধারকৃত গাঁজার পরিমাণ ১শ’ ৬৩ কেজি ৫০০ গ্রাম। এতে আটক হয়েছে ২৭ জন আসামী। আটককৃতদের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।
র্যাব কর্তৃক ৪০ কেজি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক ৩৮ কেজি, শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক ২২ কেজি, কচুয়া থানা পুলিশ কর্তৃক ১৯ কেজি, হাজীগঞ্জ থানা পুলিশ কর্তৃক ১৭ কেজি, চাঁদপুর নৌপুলিশ কর্তৃক ১৪ কেজি, মতলব উত্তর থানা পুলিশ কর্তৃক ১৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব কর্তৃক ৩ জন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক ৭ জন, শাহরাস্তি থানা কর্তৃক ৭ জন, কচুয়া থানা পুলিশ কর্তৃক ৩ জন, হাজীগঞ্জ থানা পুলিশ কর্তৃক ১ জন, নৌথানা পুলিশ কর্তৃক ৩ জন ও মতলব উত্তর থানা পুলিশ কর্তৃক ৮ জনকে আটক করা হয়।
মাদকসহ আটক নারী-পুরুষদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়। পরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের বিরুদ্ধে প্রশাসন কঠোরভাবে ব্যবস্থা নেবে।
উল্লেখ্য, উদ্ধারকৃত গাঁজার মূল্য ৬৫ লাখ ৬০ হাজার টাকা।