প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২১, ০০:০০
চাঁদপুর পৌর এলাকায় একটি রাস্তার অভাবে হাজারো মানুষের দুর্ভোগ
ছোট্ট একটি পাকা রাস্তার অভাবে চরম দুর্ভোগ পোহাচ্ছে চাঁদপুর পৌরসভার ৫নং ওয়ার্ডস্থ উত্তর রঘুনাথপুর এলাকার কয়েক হাজার মানুষ। রঘুনাথপুর সিআইপি বেড়িবাঁধের পাশের ঝিলঘেঁষা এক হাত সরু পথ দিয়ে এই বিপুল সংখ্যক মানুষ নিত্যদিন চলাচল করছে। এতে তারা প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন।
|আরো খবর
সরেজমিনে গিয়ে দেখা যায়, চাঁদপুর পৌরসভার ৫নং ওয়ার্ডস্থ উত্তর রঘুনাথপুর এলাকায় ওয়াপদা ব্রিজ থেকে বেপারী বাড়ি পর্যন্ত নামমাত্র রাস্তাটির বেহাল দশা বিরাজ করছে। ওই এলাকায় বাস করা শতাধিক পরিবারের লোকজন ঝিলের পাশের এক হাত সরু মাটির ভঙ্গুর পথ দিয়েই দৈনন্দিন যাতায়াত করছে। খানাখন্দকে ভরা এই পথে রাস্তা নেই বললেই চলে। তাই অনেকটা জীবনের ঝুঁকি নিয়েই তাদের দীর্ঘ পথ পাড়ি দিয়ে যেতে হয় মূল সড়কে।
এলাকাবাসী জানায়, দোকান ঘর থেকে ঢালীরঘাট পর্যন্ত যে খাল বা ঝিল রয়েছে তার দক্ষিণ পাশের বাসিন্দাদের জন্যে প্রায় ২৫ মিটার চওড়া একটি মাটির রাস্তা ছিলো। যা দিয়ে একটা সময় সিএনজিসহ ছোট যানবাহন চলাচল করতো। কিন্তু বিগত বছর ধরে মাটির রাস্তাটি ক্ষয় হয়ে এক হাতে এসে পৌঁছেছে। নামমাত্র এই মাটির রাস্তাটি বৃষ্টির পানিতে ভেঙে পাশর্^বর্তী খালে পড়ছে। কোথাও কোথাও আবার বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে করে রাস্তাটি পার হতে তাদের চরম ভোগান্তি পেতে হয়। বিশেষ করে ওই এলাকার কেউ অসুস্থ হলে দ্রুত ডাক্তারের কাছে নেয়া যাচ্ছে না। এমনকি একটি লাশ বের করতেও চরম ভোগান্তি পোহাতে হয়। কদিন আগে একজন রিকশাচালক এই পথ দিয়ে যাওয়ার সময় পড়ে গিয়ে পঙ্গুত্ব বরণ করেছে।
স্থানীয় সরলা বেগম জানান, আমরা গরিব মানুষ। অসুখ-বিসুখ হলে কীভাবে চিকিৎসা নিমু। কয়দিন আগে নাতিডা বাজারে যাইতে গিয়া খালে পইরা গেছে। মেয়র স্যারের কাছে একটা দাবি, আমগোরে যেন একটা রাস্তা কইরা দেয়। আমরা মেয়র স্যারেরে দোয়া করুম।।
স্থানীয় বাসিন্দা মোফাজ্জল খান বলেন, এলাকার স্কুল কলেজপড়ুয়া ছাত্র-ছাত্রীরা অনেক কষ্ট করে রাস্তা পাড়ি দেয়। এখানে একটা রিক্সা প্রবেশেরও কোনো সুযোগও নেই। হঠাৎ করে কেউ যদি গুরুতর অসুস্থ হয়ে পড়ে তাহলে অ্যাম্বুলেন্স ভেতরে প্রবেশ করতে পারে না। কেউ অসুস্থ হলে তাকে পায়ে হেঁটে অথবা কোলে করে নিয়ে যেতে হয়। আর বর্ষা মৌসুমে কেউ মারা গেলে তার লাশ নিয়ে যেতেও বিপাকে পড়তে হয়।
মুনির গাজী, শাহজাহান পাটোয়ারী, হাবিবুর রহমানসহ বেশ কজন ভুক্তভোগী বলেন, আমাদের পৌরসভার মেয়র অত্যন্ত কর্মপ্রিয় মানুষ। তিনি চাঁদপুরের উন্নয়নে অনেক কাজ করেছেন। মেয়র সাহেবের প্রতি আমাদের অনুরোধ, তিনি যেন একটি পাকা রাস্তা করে দিয়ে আমাদেরকে এই ভোগান্তি থেকে বাঁচান।