সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২১, ০০:০০

চাঁদপুর পৌরসভার ১৪নং ওয়ার্ডের রাস্তাগুলোর বেহাল দশা

টেন্ডার হলেও শুরু হচ্ছে না কাজ

হাছান খান মিসু

চাঁদপুর পৌরসভার ১৪নং ওয়ার্ডের প্রায় সবক’টি রাস্তায় বেহাল দশার সৃষ্টি হয়েছে। কিছু কিছু রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।

এই ওয়ার্ডের অনেক রাস্তা পৌরসভায় অন্তর্ভুক্ত হওয়ার পর থেকে এখনো পর্যন্ত সংস্কার কাজ করা হয়নি। তার মধ্যে বাবুরহাট বাজার থেকে অভয় বাবুর দিঘির পাড় হয়ে কল্যাণপুর ইউনিয়নে যাওয়ার শহীদ আবুল কালাম সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।

এই রাস্তাটি বাবুরহাটের একটি জনগুরুত্বপূর্ণ রাস্তা। এই রাস্তাটি বাবুরহাট বাজারের সাথে রবিবাবুর দিঘিরপাড় এলাকার, দশানী দিঘিরপাড় এলাকার এবং কল্যাণপুর ও বিষ্ণুপুর ইউনিয়নের সাথে যুক্ত করায় প্রতিদিন হাজার হাজার মানুষ এ রাস্তা দিয়ে চলাচল করে।

এই ওয়ার্ডটি চাঁদপুর পৌরসভায় অন্তর্ভুক্ত হওয়ার পর থেকে এই রাস্তায় এখনো পর্যন্ত কোনো সংস্কার কাজ হয়নি। রাস্তাটির বিভিন্ন জায়গায় ভেঙ্গে গর্তের সৃষ্টি হয়েছে। এই রাস্তাটির বাবুরহাট মাছবাজার থেকে মডেল টাউন পর্যন্ত রাস্তার পিচ ঢালাই উঠে যাওয়ার কারণে বৃষ্টিতে কর্দমাক্ত হয়ে যাচ্ছে। যার ফলে প্রতিদিন এই ছোটখাট দুর্ঘটনা ঘটে যাচ্ছে।

এ বিষয়ে ১৪নং ওয়ার্ড কাউন্সিলর খায়রুল ইসলাম নয়ন মিজির সাথে আলাপকালে তিনি জানান, শহীদ আবুল কালাম সড়কটি এই ওয়ার্ডের একটি জনগুরুত্বপূর্ণ রাস্তা, এ রাস্তাটির অনেক আগেই টেন্ডার অনুমোদন হয়ে গেছে। সহসাই এ রাস্তার সংস্কার কাজ শুরু হবে।

১৪নং ওয়ার্ডের সমাজ সচেতনগণ ও এই সড়কে চলাচলকারী সাধারণ মানুষ পৌর মেয়রর কাছে আকুল আবেদন করে জানিয়েছেন, কোনো ধরনের কালক্ষেপণ না করে সাধারণ মানুষের চলাচলের সুবিধার্থে এই সড়কটির সংস্কার কাজ অতি দ্রুত সম্পন্ন করার ব্যবস্থা নিন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়