প্রকাশ : ১০ অক্টোবর ২০২১, ০৯:২৬
আইন অমান্য করে ইলিশ নিধন : কোস্টগার্ডের ধাওয়ায় জেলে গুরুতর আহত
মা ইলিশ রক্ষায় ২২ দিনের অভয়াশ্রম ঘোষণা করা সত্ত্বেও জেলেরা সরকারি নির্দেশনা না মেনে নদীতে মাছ শিকার করছে। আইন অমান্য করে ইলিশ নিধন করার সময় চাঁদপুর কোস্টগার্ডের ধাওয়া খেয়ে নৌকা থেকে পড়ে পাখার আঘাতে সবুজ (৩৫) নামে এক জেলের পা কেটে গেছে ও শরীরে গুরুতর জখম হয়েছে। গুরুতর জখম অবস্থায় কোস্টগার্ডের সদস্যরা আহত জেলে সবুজকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করে। শুক্রবার রাত ১২টায় চাঁদপুর মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। আহত জেলে সবুজ সদর উপজেলার ১৩নং হানারচর ইউনিয়নের সোলেমান গাজীর ছেলে। হাসপাতাল সূত্রে এ তথ্য জানা যায়।
|আরো খবর
ওই রাতে মা ইলিশ রক্ষায় কোস্টগার্ড শাহরাস্তি এসিল্যান্ডকে সাথে নিয়ে নদীতে অভিযান চালায়। এ সময় কোস্টগার্ড জেলে নৌকা ধাওয়া করলে ধরা পরার ভয়ে নৌকা থেকে জেলে সবুজ নদীতে ঝাঁপ দেয়। আর তাতেই সে আহত হয়।
জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক জানান, জেলে সবুজের একটি পা কেটে গেছে ও শরীরের পেছনে বাহুতে জেলে নৌকার পাখার সাথে লেগে গুরুতর জখম হয়েছে। তার ব্যাপক রক্তক্ষরণ হলে সে অজ্ঞান হয়ে পড়ে। তার অবস্থা আশঙ্কাজনক, তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার করা হয়েছে।
চাঁদপুর কোস্টগার্ড স্টেশন কমান্ডার সাব-লেফটেন্যান্ট রুহান মোর্শেদ জানান, শাহরাস্তি উপজেলার এসিল্যান্ডকে সাথে নিয়ে আমরা টাস্কফোর্সের অভিযান করেছি। নৌকা থেকে পড়ে গিয়ে জেলে আহত হয়েছে। নদী থেকে আহত জেলেকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।