প্রকাশ : ১০ অক্টোবর ২০২১, ০৯:২৩
হানারচর ইউনিয়নে জেলেদের চাল বিতরণ
চাঁদপুর সদর উপজেলার ১৩নং হানারচর ইউনিয়নে মা ইলিশ রক্ষায় নিবন্ধিত জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকালে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হারুনুর রশিদের নেতৃত্বে এ চাল বিতরণ করা হয়। পূর্বে হানারচর ইউনিয়ন পরিষদে নিবন্ধিত জেলের সংখ্যা ছিলো ২ হাজার ৩শ’ ৮৭ জন। যাচাই-বাছাই করে ও হালনাগাদ শেষে বর্তমানে জেলের সংখ্যা ২ হাজার ১শ’ ১৮ জন। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত ২ হাজার ১শ’ ১৮ জন নিবন্ধিত জেলের মাঝে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়।
|আরো খবর