প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৪, ২১:৩০
সাপ্তাহিক চাঁদপুর সকালের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
চাঁদপুর জেলা সদর থেকে প্রকাশিত সাপ্তাহিক চাঁদপুর সকাল পত্রিকা ১৭তম বর্ষ পূর্ণ করে ১৮তম বর্ষে পদার্পণ করেছে। শনিবার (২৮ ডিসেম্বর ২০২৪) এ উপলক্ষে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন, সাবেক সভাপতি আলহাজ্ব অ্যাড. ইকবাল-বিন-বাশার, জালাল চৌধুরী, ইকবাল হোসেন পাটওয়ারী, গিয়াস উদ্দিন মিলন, সিনিয়র সহ-সভাপতি সোহেল রুশদী, সিনিয়র সদস্য মুনীর চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, প্রেসক্লাবের ২০২৫ সালের নির্বাচিত সভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক কাদের পলাশসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ মোশাররফ হোসেন লিটন। আমন্ত্রিত অতিথি, চাঁদপুরের জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরাসহ অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক।