প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৪, ১৬:২৭
রিউমর স্ক্যানারের অনুসন্ধানে প্রমাণিত
সারজিস ও হাসনাতের বাড়িতে শতকোটি টাকা পাওয়ার দাবি মিথ্যা
বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বাড়ি থেকে ২০০ কোটি ও ১০০ কোটি টাকা পাওয়ার যে দাবি ছড়িয়ে পড়েছিল, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে জানিয়েছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার। সামাজিক যোগাযোগ মাধ্যমে গত অক্টোবর থেকে বিভিন্ন ভিডিও ও পোস্টে এই দাবিটি শেয়ার করা হচ্ছিল, যা আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং নেতা সারজিস আলমের বিরুদ্ধে ছড়িয়ে দেওয়া হয়।
|আরো খবর
ভিডিওটিতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, "সারজিস আলমের বাসায় ২০০ কোটি টাকা পাওয়া গিয়েছে, হাসনাত আবদুল্লাহর বাসায় ১০০ কোটি টাকা পাওয়া গিয়েছে।" ভিডিওর মধ্যে ষড়যন্ত্রের গুঞ্জন ও অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে নানা সমালোচনা দেখা যায়। তবে, রিউমর স্ক্যানারের অনুসন্ধান অনুসারে, এই ভিডিওটি একটি খণ্ডিত বক্তব্যের উপর ভিত্তি করে ছড়ানো হয়েছে এবং এটি সম্পূর্ণভাবে মিথ্যা দাবি।
রিউমর স্ক্যানারের বিশ্লেষণে উঠে এসেছে যে, উক্ত দাবি সত্য নয় এবং এটি কোন সঠিক তথ্যের ভিত্তিতে উত্থাপিত হয়নি। এটি মূলত মিথ্যা প্রচারণা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টি করার উদ্দেশ্যে ছড়ানো হচ্ছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এ ধরনের মিথ্যা তথ্যের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন এবং আন্দোলনের মূল লক্ষ্যকে অবিচলিত রেখে সমাজে বৈষম্য ও অবিচারের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।