প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৪, ১৮:১৮
চতুর্দিকে অ্যাম্বুলেন্সের সাইরেন
সাড়ে ৫ ঘণ্টা অবরুদ্ধ শাহবাগ
রাজধানীর গুরুত্বপূর্ণ মোড় শাহবাগ আবারও অবরোধের কবলে। রবিবার সকাল থেকে পোস্ট গ্র্যাজুয়েট বেসরকারি ট্রেইনি চিকিৎসকরা তাদের ৫০ হাজার টাকা ভাতার দাবিতে আন্দোলন শুরু করেন। বেলা ১১টা থেকে তারা শাহবাগ মোড় অবরোধ করেন, যা স্থায়ী হয় সাড়ে পাঁচ ঘণ্টা।
|আরো খবর
এ অবস্থায় সাধারণ পথচারী, গণপরিবহন চালক, রোগী ও স্থানীয় ব্যবসায়ীরা চরম দুর্ভোগে পড়েন। তিনটি গুরুত্বপূর্ণ হাসপাতালের কেন্দ্রবিন্দুতে হওয়ায় অ্যাম্বুলেন্স চলাচলে বিপর্যয় ঘটে।
রোগী পরিবহনে বাধাডেমরা থেকে ঢাকা মেডিকেলে আসা অ্যাম্বুলেন্সের যাত্রী আরিফ হোসেন বলেন, “গাড়িতে স্ট্রোকের রোগী ছিল। ইন্টারকন্টিনেন্টাল মোড় পার হওয়ার পর পুলিশ রাস্তা বন্ধ বলে জানায়। বিকল্প পথে যেতে গিয়ে অনেক সময় নষ্ট হয়েছে।”
পথচারীদের ক্ষোভমোহাম্মদপুর থেকে গুলিস্তান যাওয়ার পথে শাহবাগে আটকে পড়েন আফজাল হোসেন নামে এক যাত্রী। তিনি বলেন, “দুই দিন পরপর এখানে কোনো না কোনো আন্দোলন হয়। এর আগেও ডাক্তারদের আন্দোলন হয়েছিল, তখন ভাতা বাড়ানো হয়েছিল। এখন আবার রাস্তা বন্ধ করে আন্দোলন কেন?”
চালক-ব্যবসায়ীদের দুর্ভোগরজনীগন্ধা পরিবহনের চালক ফজল মিয়া জানান, “রাস্তা বন্ধ থাকায় যাত্রীরা নেমে গেছে। সকাল থেকে বাস নিয়ে এখানে বসে আছি। কতক্ষণ এভাবে থাকতে হবে জানি না।”
শাহবাগ মোড়ে অবরোধের কারণে এলাকার দোকানপাটও বন্ধ হয়ে যায়। ব্যবসায়ীরা এ ধরনের অবরোধের স্থায়ী সমাধান চান।
শাহবাগে সভা-সমাবেশ নিষিদ্ধের দাবিস্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা জানান, রাজধানীর গুরুত্বপূর্ণ এই মোড়টি দেশের তিনটি প্রধান হাসপাতালের সংযোগস্থল। এখানে সভা-সমাবেশের কারণে রোগী ও পথচারীদের জীবনহানি হতে পারে। তারা শাহবাগ মোড়ে আইন করে সভা-সমাবেশ নিষিদ্ধের দাবি জানিয়েছেন।
অবরোধ চলাকালে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করলেও বিকল্প রাস্তায় যানজট আরও বেড়ে যায়। অবশেষে বিকেল সাড়ে ৪টায় আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন।