বুধবার, ৩০ জুলাই, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ২২:২১

প্রতি মঙ্গল ও বৃহস্পতিবার ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান অপারেশন

প্রবীর চক্রবর্তী
প্রতি মঙ্গল ও বৃহস্পতিবার ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান অপারেশন

এখন থেকে প্রতি মঙ্গলবার ও বৃহস্পতিবার ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান অপারেশন হবে। মঙ্গলবার (২৯ জুলাই ২০২৫) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ আসাদুজ্জামান জুয়েল।

নিম্নে তার স্ট্যাটাসটি হুবহু দেয়া হলো : ‘সুপ্রিয় ফরিদগঞ্জবাসী, আসসালামু ওয়ালাইকুম। এখন থেকে প্রতি সপ্তাহের মঙ্গলবার এবং বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়মিত সিজারিয়ান অপারেশন হবে। এছাড়া নরমাল ডেলিভারি প্রতিদিন ২৪ ঘন্টাই করার মতো প্রস্তুতি এই হাসপাতালে রয়েছে। বিগত ২-৩ মাস ঔষধের সাপ্লাইয়ের স্বল্পতা থাকায় অনেকেই মন‌ঃক্ষুণ্ন হয়েছেন, তাদের প্রতি আন্তরিক দুঃখ প্রকাশ করছি। আশা করি আগস্টের ৮-১০ তারিখের পর ঔষধের সাপ্লাই স্বাভাবিক হবে। তবে আপনাদের সবার প্রতি অনুরোধ থাকবে, এই সীমিত সাপ্লাইয়ের যাতে সর্বোচ্চ ব্যবহার করা যায়, এই বিষয়ে আমরা সবাই সচেষ্ট থাকবো। প্রয়োজনের বাহিরে কেউ ঔষধ নিয়ে নিজের ঘরে মজুদ করবেন না, কারণ দিনশেষে ঔষধগুলা হাসপাতালে থাকলে যাদের প্রয়োজন তারাই পাবে। এখানে (ফেসবুকে) প্রদত্ত ছবিগুলো ফলো করলে আপনারা বুঝবেন, বিগত ২০২৪ সালে আমাদের বহিঃবিভাগে রোগী ছিল ১ লাখ ১৬ হাজার৫৪৫ জন, জরুরি বিভাগে ছিল ২৬৬০৯ জন। আর ভর্তি রোগী ছিলো ৬ হাজার ৩৪০ জন। বিপরীতে ২০২৩ সালে আমাদের বহিঃবিভাগে রোগী ছিল ৯২ হাজার ৫৭১ জন, জরুরি বিভাগে ছিলো ২১ হাজার ৬৫৬ জন। আর ভর্তি রোগী ছিলো ৬ হাজর ১৮ জন।

রোগীর এই বাড়ন্ত সংখ্যাকে এন্টারটেইন করতে গিয়ে আমাদের সব সময়ই ঔষধ বা অন্যান্য সাপ্লাইয়ের সংকট লেগেই থাকে। তারপরও আমরা আমাদের সর্বোচ্চ দিয়েই চেষ্টা করে যাচ্ছি আপনাদের পাশে থাকতে এবং ভবিষ্যতেও থেকে যাবো, ইনশাআল্লাহ।

এই পথচলায় আপনাদের দোয়া এবং সহযোগিতা পেয়ে এসেছি, এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আশা করি আপনাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে।--ডা. মুহাম্মদ আসাদুজ্জামান জুয়েল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ফরিদগঞ্জ, চাঁদপুর।

জানা গেছে, ঔষধ স্বল্পতা ও চিকিৎসক সংকটের কারণে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য ব্যবস্থা ঢিমেতালে চলছে। আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে নতুন করে ঔষধ আসবে বলে জানা গেছে। ফলে নিয়মিত চিকিৎসা সেবা নেয়া লোকজন ছাড়াও সিজারিয়ান অপারেশন প্রায় বন্ধ হয়ে গিয়েছিলো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়