বুধবার, ৩০ জুলাই, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ১৫:২৯

খলিশাডুলীতে স্কুলছাত্রীকে অটোরিকশার ধাক্কা

সড়ক অবরোধ করে শিক্ষার্থী-অভিভাবকদের প্রতিবাদ, স্পিড ব্রেকারের দাবি

এম এ গাফফার।
সড়ক অবরোধ করে  শিক্ষার্থী-অভিভাবকদের প্রতিবাদ, স্পিড ব্রেকারের দাবি

চাঁদপুর সদর উপজেলার খলিশাডুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়কে বসে প্রতিবাদ জানালেন শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা। খলিসাডুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির এক শিক্ষার্থী অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হওয়ার ঘটনায় তাঁরা এ কর্মসূচি পালন করেন।

সোমবার (২৯ জুলাই ২০২৫) সকাল ১১টা ১৫ মিনিট থেকে ১১টা ৫৫ মিনিট পর্যন্ত বিদ্যালয়ের সামনে উভয়দিকের যান চলাচল বন্ধ করে তারা সড়কের ওপর বসে প্রতিবাদ করেন।

জানা গেছে, সোমবার (২৮ জুলাই) দুপুর ১২টা ৩০ মিনিটে খলিশাডুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী তাসপিয়া আক্তার (৬) স্কুল ছুটি শেষে রাস্তা পার হচ্ছিলো। এ সময় ফয়সাল ফিলিং স্টেশনের সামনে একটি ওয়্যারলেসমুখী অটোরিকশা তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাসপিয়াকে উদ্ধার করে প্রথমে চাঁদপুর জেনারেল হাসপাতালে নেয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে আইসিইউতে ভর্তি করেন।

এ ঘটনায় এলাকাবাসী, অভিভাবক ও বিদ্যালয়ের শিক্ষকরা স্কুলের সামনে দ্রুত স্পিড ব্রেকার স্থাপনের দাবি জানান। তারা জানান, আগামীকাল (বুধবার)-এর মধ্যে স্পিড ব্রেকার না বসালে তারা আবারও সড়ক অবরোধ করবেন।

প্রতিবাদের কিছু সময় পর শিক্ষকরা শিক্ষার্থীদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে নেন। বর্তমানে এলাকার সড়কে যান চলাচল ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. বাহার মিয়া বলেন, চাঁদপুর সড়ক ও জনপথ কর্তৃপক্ষ, বিদ্যালয়ের শিক্ষকগণ এবং অভিভাবকসহ সিদ্ধান্ত হয়েছে, একটি স্পীড ব্রেকার দেয়া হবে অতি দ্রুত। যাতে এই ধরনের দুর্ঘটনা এড়াতে পারে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়