প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ১৭:০৭
শ্রীমঙ্গলে ৩ দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৩ দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা-২০২৫ উদ্বোধন করা হয়েছে।
|আরো খবর
মঙ্গলবার (২৯ জুলাই ২০২৫) সকাল ১১টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত)-এর আওতায় এ মেলার উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আলাউদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর।
এছাড়াও সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কৃষি সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। মেলায় মোট ১৪টি স্টল প্রদর্শন করা হচ্ছে।