বুধবার, ৩০ জুলাই, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ২০:২৭

বালিয়া ইউনিয়ন বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি বাস্তবায়নে সভা

আমাদের মূল কাজ হলো দলকে শক্তিশালী করা ---------------আলহাজ্ব মো. মোশারফ হোসাইন

স্টাফ রিপোর্টার ॥
আমাদের মূল কাজ হলো দলকে শক্তিশালী করা ---------------আলহাজ্ব মো. মোশারফ হোসাইন

চাঁদপুর সদর উপজেলার ৯নং বালিয়া ইউনিয়ন বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি বাস্তবায়নে সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই ২০২৫) বিকেলে বালিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বালিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির প্রধান সমন্বয়ক আলহাজ্ব মো. মোশারফ হোসাইন।

তিনি তাঁর বক্তব্যে বলেন, আমাদের মূল কাজ হলো দলকে শক্তিশালী করা। আর দল শক্তিশালী হলে তারেক রহমানের হাত শক্তিশালী হবে। এজন্যে আপনাদেরকে তারেক রহমানের ৩১ দফা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আপনারা যদি মানুষকে ৩১ দফা ভালোভাবে বুঝাতে পারেন, তাহলে দেখবেন মানুষ নিজ থেকেই আমাদের দলের সদস্য হবে। প্রতিটি ওয়ার্ডে আমরা প্রোগ্রাম করবো। সব ওয়ার্ডে নারীদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। কারণ আমাদের প্রায় অর্ধেকের বেশি নারী ভোটার। এক ওয়ার্ডের লোক আরেক ওয়ার্ডে যাওয়া যাবে না। যারা ভালো করতে পারবেন, তাদের জন্যে আমার ব্যক্তিগত পক্ষ থেকে পুরস্কার থাকবে। তিনি আরো বলেন, দলকে শক্তিশালী করতে হলে আমাদেরকে সাধারণ মানুষের সাথে সম্পর্ক তৈরি করতে হবে। মনে রাখবেন সামনে কিন্তু নির্বাচন। এই নির্বাচন এতো সহজ হবে না। আমাদের সন্তানদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সম্পর্কে বোঝাতে হবে, আমাদের আদর্শ ও কর্ম সম্পর্কে জানাতে হবে। যাতে আমাদের সন্তান জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়। আমাদেরকে আগে নিজেদের পরিবারকে জাতীয়তাবাদী দলের আদর্শের ছায়াতলে নিয়ে আসতে হবে। পরে অন্যের কাছে যেতে হবে। আজকে একটি দল নিঃস্ব হয়ে গেছে। কারণ কি জানেন? তারা শুধু দলকে ভালোবাসে। আর বিএনপি দেশ ও দলকে ভালোবাসে। বেগম খালেদা জিয়া দেশকে ভালোবাসে। তারেক রহমান দেশকে ভালোবাসে। তারেক রহমান বর্তমানে একজন পরিপূর্ণ জাতীয় নেতা।

বালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন মিজির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী মো. আলাউদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য জিএম মাসুদ রায়হান, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলাউদ্দিন তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক হাফেজ ওয়ালি উল্যাহ, ৩নং ওয়ার্ড বিএনপি নেতা ডাক্তার ফারুক, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি নেওয়াজ মোর্শেদ প্রমুখ

সহ আরো অনেকে। এ সময় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ক্যাপসন চাঁদপুর সদর উপজেলার ৯নং বালিয়া ইউনিয়ন বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি বাস্তবায়নে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মো. মোশারফ হোসাইন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়