বুধবার, ০১ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে মুক্তিপণের জন্য অপহরণ ও অশ্লীল ভিডিও তৈরি: নারী সদস্য গ্রেফতার
  •   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাড়িবহরে হামলা, আহত ২০
  •   তারেক রহমানের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা নতুন উদ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারে একযোগে কাজ করার আহ্বান
  •   নববর্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে আতশবাজি ও পটকার শব্দে কম্পিত রাজধানী
  •   চাঁদপুর শহরে গ্যাস লাইনে ফাটল: বিপদজনক পরিস্থিতি, রাস্তায় আতঙ্কিত জনতা

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৪, ১৯:৫২

ফরিদগঞ্জে ছয়শ' প্রতিবন্ধীকে ১২ লাখ টাকা দিলেন স্পেন প্রবাসী মনির

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে ছয়শ' প্রতিবন্ধীকে ১২ লাখ টাকা দিলেন স্পেন প্রবাসী মনির
রোববার ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নে প্রতিবন্ধীদের হাতে আর্থিক সহায়তা তুলে দিচ্ছেন মনিরুল ইসলাম পাটোয়ারী।

ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের উত্তর চরবড়ালী হাজী ফজলুর রহমান কল্যাণ ট্রাস্টের উদ্যোগে অসহায় প্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন স্পেন বিএনপির সভাপতি ও হাজী ফজলুর রহমান কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মনির হোসেন পাটোয়ারী। জনপ্রতি দু হাজার টাকা করে ৬শ' প্রতিবন্ধীর মাঝে এ সহায়তা প্রদান করেন তিনি। রোববার (২৯ ডিসেম্বর ২০২৪) সকালে কালিরবাজার মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পেন প্রবাসী মনিরুল ইসলাম পাটোয়ারী বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, এরা আল্লাহর নেয়ামত। যার ঘরে প্রতিবন্ধী আছে, সে ঘরে আল্লাহর নেয়ামত রয়েছে। আল্লাহ আমার হাত দিয়ে আপনাদেরকে আর্থিক সহায়তা প্রদানের সামর্থ্য প্রদান করায় আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ। আল্লাহর নেক দৃষ্টি আমার প্রতি ছিলো বলেই আমি আজ এ প্রতিবন্ধীদের পাশে দাঁড়াতে সক্ষম হয়েছি। প্রবাসে আমার কষ্টার্জিত পয়সায় আপনাদের সেবা করতে পেরে আমি সন্তোষ প্রকাশ করছি। আগে দেশে যে সরকার ছিল, তাদের অস্থিরতার কারণে কাউকে প্রকাশ্যে দান করতে পারি নি, গোপনে দান করেছি। আমার পিতা মরহুম ফজলুর রহমান কল্যাণ ট্রাস্ট নামে আমি এই প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্টের নামকরণ করেছি। আপনারা আমার বাবার জন্যে ও আমার জন্যে দোয়া করবেন। কালিরবাজার উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক শহীদ উল্লাহ মাস্টারের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সফিউল আলমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেন পাটোয়ারী, উপজেলা বিএনপির সদস্য আব্দুল আজিজ মোল্লা, শাহাবুদ্দিন মাস্টার, পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন পাটোয়ারী, রূপসা উত্তর ইউপির সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন ভূঁইয়া, পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক আহমেদ, পাইকপাড়া উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহিন মোল্লা, রূপসা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ খান, ছাত্র নেতা শামসুল ইসলাম পিন্নু, ফারজানা আক্তার প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়