প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৪, ২৩:০০
কচুয়া উপজেলা রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন
কচুয়া উপজেলা রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন কেরা হয়েছে। শুক্রবার সাচার উচ্চ বিদ্যালয়ে সাংবাদিক নূরুল হক প্রধানের সভাপতিত্বে নতুন কমিটি গঠনের লক্ষ্যে কাউছার আহমেদকে আহ্বায়ক, জিসান আহমেদকে সদস্য সচিব ও শাহজাহান মাস্টারকে সদস্য করে তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক কমিটি সর্বসম্মতিক্রমে দৈনিক মানবজমিন পত্রিকার কচুয়া প্রতিনিধি নূরুল হক প্রধানকে সভাপতি ও দৈনিক গণজাগরণ পত্রিকার কচুয়া প্রতিনিধি মো. জামাল হোসেনকে সাধারণ সম্পাদক করে আগামী দু বছরের জন্য কমিটি ঘোষণা করেন।
নবগঠিত কমিটির সভাপতি নূরুল হক প্রধান জানান, খুব সহসা সাধারণ সভার মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।