বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৪, ২০:১৩

কচুয়ায় সয়াবিন তেলের সংকট : ভোক্তা সাধারণের ভোগান্তি

বিশেষ প্রতিনিধি
কচুয়ায় সয়াবিন তেলের সংকট : ভোক্তা সাধারণের ভোগান্তি

কচুয়া বাজারে সয়াবিন তেলের সংকট দেখা দিয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর ২০২৪) কচুয়া বাজার ঘুরে দেখা গেছে, একমাসেরও বেশি সময় ধরে বেশিরভাগ কোম্পানির সয়াবিন তেলের বাজারে সরবরাহ নেই। সাধারণত বাজারে তীর, রুপচাঁদা, বসুন্ধরা তেলের চাহিদা বেশি। তবে ভোক্তাদের চাহিদানুযায়ী সয়াবিন তেলের চাহিদা অপ্রতুল। খোলা সয়াবিন বর্তমানে প্রতি লিটার ১শ’ ৮৫ টাকা ধরে বিক্রি করতে দেখা গেছে। রুপচাঁদা কোম্পানির ডিলার আবু মুছা জানান, তেলের জন্যে আমি এক মাস পূর্বে কোম্পানির নামে ডিডি করে মালের চাহিদাপত্র পাঠিয়েছি। কিন্তু কোম্পানি কোনো প্রকার তেল সরবরাহ করছে না। ফলে বাজারে তেলের সংকট দেখা দিয়েছে। অনুরূপভাবে বসুন্ধরা কোম্পানির তেলও বাজারে নেই। অপরদিকে সিটি গ্রুপের ডিলার গণেশ ধাম জানান, আমরা তীর তেল ডেলিভারি দেই। বাজারে অন্য কোম্পানির তেল না থাকায় এ সমস্য দেখা দিয়েছে। ভোক্তারা খাওয়ার তেলের সংকট নিরসনে যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। এ ব্যাপারে কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ হেলাল চৌধুরী জানান, সয়াবিন তেলের সংকট রয়েছে। আমরা ডিলারদের তেল সংগ্রহ করে সরবরাহ নিশ্চিত করতে নির্দেশনা প্রদান করেছি। আশা করছি খুব সহসাই ভোক্তাদের তেলের সংকট কেটে যাবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়