প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৪, ১৯:৪৭
চাঁদপুরে রোটারি ক্লাব ও ইয়ূথ ফোরাম বাংলাদেশের যৌথ উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
শীতার্তদের পাশে উষ্ণতার ছোঁয়া
চাঁদপুর রোটারী ক্লাব ও ইয়ূথ ফোরাম বাংলাদেশের যৌথ উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমটি সফলভাবে সম্পন্ন হয়েছে। সিনিয়ার রোটারিয়ান এডভোকেট ইকবাল-বিন বাশার, রোটাঃ পিপি কাজী শাহাদাত পিএইচএফ, রোটাঃ এডভোকেট নজরুল ইসলাম পিএইচএফ, সভাপতি, রোটাঃ মাহবুবুর রহমান সুমন এমপিএইচএফ, এমসি, সেক্রেটারী, রোটাঃ উজ্জ্বল হোসাইন আরএফএসএম, রোটাঃ সাইফুল ইসলাম আরএফএসএম, রোটাঃ সালাউদ্দিন রাসেল, রোটাঃআবু সাঈদ হোসেন কাউসার আরএফএসএম,শাহীনা আক্তার , মহসিন কাদের। রোটাঃ এডভোকেট আলেয়া বেগম লাকী, আরএফএসএম, কো-অডিনেটর ইয়ূথ ফোরাম বাংলাদেশ। শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় দরিদ্র ও অসহায় মানুষের দুর্দশা লাঘবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রোটারি ক্লাবের এই মানবতাবাদী কাজের জন্য স্থানীয় জনতা তাদের অভিনন্দন জানিয়েছে। চাঁদপুর রোটারী ক্লাবের এই উদ্যোগ সুস্থ সমাজ গড়ার দিকে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। তারা শুধুমাত্র শীতবস্ত্র বিতরণেই সীমাবদ্ধ থাকেনি, বরং সমাজের দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার পরিচয় দিয়েছে।