প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪:২১
বাবুরহাট ট্রানজিট পয়েন্টের বেহাল দশা
যানজটের কারণে জৈনপুর পরিবহন ও মতলব এক্সপ্রেস আটক
চাঁদপুর পৌরসভার ১৪ নং ওয়ার্ডের বাবুরহাট-মতলব রোডে যত্রতত্র পার্কিংয়ের কারণে বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে।
|আরো খবর
অবৈধভাবে রাস্তার ওপর গাড়ি রেখে যাত্রী ওঠানামার কারণে সারাদিন যানজট লেগে থাকে এ সড়কে। ট্রানজিট পয়েন্ট নামে খ্যাত বাবুরহাটে এমন অবস্থার কারণে প্রতিদিন এ সড়ক দিয়ে চলাচলকারী জনসাধারণকে মারাত্মক ভোগান্তির শিকার হতে হয়।
রোববার চাঁদপুরের পুলিশ সুপার এ সড়ক দিয়ে চলাচলের সময় তাঁকেও দীর্ঘ যানজটের মধ্যে পড়তে হয়। পরবর্তীতে তিনি যানজটের কারণ হিসেবে বাস স্ট্যান্ড জানতে পেরে তিনি বাস আটকের নির্দেশ দেন।বাস আটকের বিষয়ে ট্রাফিক ইন্সপেক্টর মাহফুজ জানান, রাস্তার ওপর গাড়ি দাঁড় করিয়ে যাত্রী ওঠানামার ফলে সেটি যানজটের কারণ হয়ে দাঁড়িয়েছে। ব্যবসা করবেন ভালো কথা, মানুষকে কষ্ট দিয়ে নয়। রাস্তার ওপর গাড়ি রেখে যাচ্ছেতাই ওঠানামার কারণে চাঁদপুর পুলিশ সুপারের নির্দেশে দুটি গাড়ি আটক করা হয়।
এদিকে যত্রতত্র পার্কিং, ফুটপাত দখল, রাস্তার ওপর সিএনজি ও অটো স্ট্যান্ড, নির্দিষ্ট বাস স্ট্যান্ড না থাকা ও এলোপাতাড়ি ওঠানামার সকাল থেকে রাত পর্যন্ত যানজটসহ নানা অব্যবস্থাপনার সৃষ্টি হয়েছে। যার ফলে প্রতিদিনই বিভিন্ন সমস্যায় ভুগছেন সড়ক দিয়ে চলাচলকারী লক্ষাধিক মানুষ।
বাবুরহাট-মতলব রোড দিয়ে রাজধানী ঢাকার সাথে যোগাযোগ সহজ হওয়ায় এ সড়ক দিয়ে কয়েকটি জেলার মানুষ চলাচল করে থাকে । জেলাগুলো হচ্ছে : চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর ও ভোলা। এসব জেলা সহ আশপাশের কয়েকটি জেলার মানুষও কম সময়ে ঢাকার সাথে যোগাযোগের জন্যে এই সড়কটি ব্যবহার করেন। ফলে দিন দিন সড়কটির গুরুত্ব বেড়ে চলেছে। সড়কে দিন দিন বাড়ছে যানবাহন ও মানুষের চাপ।
বাবুরহাট -মতলব রোডে নানা অব্যবস্থাপনায় কারণে ভোগান্তির শিকার হচ্ছে সড়কে চলাচলকারী সাধারণ মানুষও। এই রোডের উভয় পাশে সিএনজি অটোরিকশা ও প্রাইভেটকার দাঁড় করিয়ে রাখার কারণে যানবাহনসহ সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারছে না। স্ট্যান্ডে থাকা ড্রাইভার ও দালালদের কারণে লাঞ্ছিত হচ্ছে বিভিন্ন স্থান থেকে আসা ড্রাইভার ও যাত্রীরা।