প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৪, ১৯:৩৭
অপপ্রচারের প্রতিবাদে মতলব উত্তরে বিএনপির বিক্ষোভ
মতলব উত্তর উপজেলায় সম্প্রতি বিএনপির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন ছেংগারচর পৌর বিএনপির নেতৃবৃন্দ। রোববার (২৯ ডিসেম্বর ২০২৪) দুপুরে ছেংগারচর বাজারস্থ বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে থানা রোডসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলে অংশ নেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য আ. মান্নান লস্কর, ছেংগারচর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল ফরাজী, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাইদ বেপারী, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজী, চাঁদপুর জেলা যুবদলের সহ-শ্রম বিষয়ক সম্পাদক আবু তাহের সুমন, উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি আবুল বাশার সগীর, ধর্ম বিষয়ক সম্পাদক ইউসুফ আকন, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি হান্নান লস্কর, উপজেলা তাঁতীদল নেতা মো. সোলাইমান, গজরা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মামুন মনির, বিএনপি নেতা ইব্রাহিম সরকার, ছেংগারচর পৌর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হৃদয় মিয়াজী, যুগ্ম আহ্বায়ক রজ্জব আলী, বিএনপি নেতা আহমদ উল্লাহ দর্জি, পৌর কৃষকদল নেতা নূরে আলম জিকু, যুবদল নেতা আরিফ লস্কর, গজরা ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ হোসেন বাবু, পৌর ছাত্রদল নেতা রুবেল ঢালী, মো. তানভীর প্রমুখ।