সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় খালু কর্তৃক দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ধর্ষণের শিকার
  •   সুদ-ঘুষের বিরুদ্ধে বয়ান করায় ইমামকে চাকরি ছাড়ার নির্দেশ!
  •   এনআইডিতে ভোটার এলাকা হিসেবে থাকছে না বর্তমান ঠিকানা
  •   জাহাজে ৭ খুনের রহস্য উদ্‌ঘাটনসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি
  •   নিখোঁজের একদিন পর বৃদ্ধের মরদেহ মিললো পুকুরে

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৪, ২১:১৬

মতলব পৌর এলাকায় ৩১ দফার লিফলেট বিতরণ

শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে : শফিকুল ইসলাম সাগর

রেদওয়ান আহমেদ জাকির
শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে : শফিকুল ইসলাম সাগর
মতলব দক্ষিণে লিফলেট বিতরণ করছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগরসহ অন্যরা।

মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সফিকুল ইসলাম সাগর বলেছেন, ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র করছে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। তিনি আরো বলেন, বিদেশি ষড়যন্ত্র চলছে। শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে ওখানে বসে দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে। আর কোনো ষড়যন্ত্র করে জিয়ার সৈনিকদের দমিয়ে রাখা যাবে না। দেশের মানুষ খুনি হাসিনার বিচার চায়। শনিবার (২৮ ডিসেম্বর ২০২৪) সকাল দশটায় মতলব পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করতে গিয়ে তিনি এ কথাগুলো বলেন। আরো বক্তব্য রাখেন মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রধান (ভিপি জাকির)। এছাড়া আরো বক্তব্য রাখেন পৌর যুবদলের আহ্বায়ক মজিবুর রহমান সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন বিপ্লবসহ নেতৃবৃন্দ। পরে মতলব পৌরসভার বরদিয়া আড়ং, মুন্সীরহাট বাজার এলাকার ৩১ দফা লিফলেট বিতরণ করা হয়। এ সময় বিএনপি, যুবদল, শ্রমিকদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়