প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৪, ২০:১৭
শেখ নয়নকে জিয়া মঞ্চ থেকে বহিষ্কার
জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম ও সাধারণ সম্পাদক মো. ফয়েজ উল্যাহ ইকবালের নির্দেশক্রমে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে জিয়া মঞ্চ চাঁদপুর জেলার সাধারণ সম্পাদক শেখ মো. নয়নকে জিয়া মঞ্চের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক (চলতি দায়িত্ব দপ্তর) ইঞ্জিনিয়ার মো. জামাল হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।