বৃহস্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শ্রীনগর কাঁপছে
  •   হাজীগঞ্জে সাদপন্থীদের বিচারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি
  •   অবক্ষয়ের কারণে সমাজে অপরাধ প্রবণতা বেড়ে চলছে
  •   মুন্সিগঞ্জে মানবতার স্পর্শ
  •   স্বপ্নের বই হাতে পেয়ে আনন্দে ফেটে পড়ল চাঁদপুরের শিক্ষার্থীরা

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৪, ০০:৩৯

মা ইলিশ সংরক্ষণ উপলক্ষে সচেতনতামূলক সভা

স্টাফ রিপোর্টার
মা ইলিশ সংরক্ষণ উপলক্ষে সচেতনতামূলক সভা

২০২৪-২৫ অর্থ বছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় চাঁদপুরে অনুষ্ঠিত হলো মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৪ বাস্তবায়নের সচেতনতামূলক সভা। ১২ অক্টোবর সভাটি অনুষ্ঠিত হয় চাঁদপুর শহরের বড়স্টেশন মোলহেডে। আয়োজনে ছিল চাঁদপুর জেলা প্রশাসন এবং মৎস্য অধিদপ্তর।

সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন লে. কর্নেল মোঃ মোয়াজ্জেম হোসেন (অধিনায়ক, ২১ বীর, কুমিল্লা সেনানিবাস), মুহম্মদ আব্দুর রকিব পিপিএম (পুলিশ সুপার, চাঁদপুর), সৈয়দ মোশফিকুর রহমান (পুলিশ সুপার, নৌ পুলিশ, চাঁদপুর অঞ্চল), মোল্লা এমদাদুল্যাহ (প্রকল্প পরিচালক, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা (১ম সংশোধিত প্রকল্প, মৎস্য অধিদপ্তর, ঢাকা), সাখাওয়াত জামিল সৈকত (উপজেলা নির্বাহী অফিসার, চাঁদপুর সদর), ড. মোঃ আমিরুল ইসলাম (মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, নদীকেন্দ্র, চাঁদপুর) এবং সাব-লেফটেন্যান্ট এম. ফজলুল হক (স্টেশন কমান্ডার, কোস্টগার্ড স্টেশন, চাঁদপুর)। সভায় সভাপতিত্ব করেন মোঃ গোলাম মেহেদী হাসান (জেলা মৎস্য কর্মকর্তা, চাঁদপুর)।

সভায় বক্তারা ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

নৌ পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান জানান, ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন ইলিশ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এই নিষেধাজ্ঞা অমান্য করলে মৎস্য আইনে সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড বা ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান প্রযোজ্য হবে। তিনি জেলেদের নিষিদ্ধ সময়ে ইলিশ মাছ ধরা থেকে বিরত থাকার আহ্বান জানান এবং এই কার্যক্রম সফল করার জন্যে সকলের সহযোগিতা কামনা করেন।

স্থানীয় মৎস্যজীবীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সচেতনতা বৃদ্ধি ও কঠোর মনিটরিংয়ের মাধ্যমে ইলিশের প্রজনন প্রক্রিয়াকে সুরক্ষিত করা সম্ভব হবে, যা দেশের অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

সভায় উপস্থিত সকলে ইলিশ সম্পদ রক্ষার জন্যে সম্মিলিতভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়