প্রকাশ : ১১ অক্টোবর ২০২৪, ২০:০৩
পূজামণ্ডপ পরিদর্শনে প্রবীণ বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা আঃ হামিদ মাস্টার
সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবে বিভিন্ন এলাকায় পূজামণ্ডপ পরিদর্শন করেছেন এবং শারদীয় শুভেচ্ছা বিনিময় করেছেন চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি প্রবীণ নেতা ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার। শুক্রবার দুপুরে চাঁদপুর শহরের পুরাণবাজার নিতাইগঞ্জ সার্বজনীন পূজা মন্দিরসহ এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে তিনি বলেন, আমরা সকলে মিলে সুষ্ঠুভাবে এই উৎসব পালন করতে চাই। এ সময় চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, নিতাইগঞ্জ মন্দির পূজা কমিটির কর্মকর্তা পার্থ সারথি দে, প্রফেসর সমিরণ ঘোষ, আশিষ দেবনাথ, সুব্রত আচার্যী, বিএনপি নেতা সেলিমসহ অন্যরা উপস্থিত ছিলেন।