প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৪, ১১:০৬
চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের সাক্ষরতা দিবস পালন
চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের উদ্যোগে বিশ^ সাক্ষরতা দিবস পালন অনুষ্ঠানটি পালবাজার বকুলতলা এলাকায় রেলওয়ে কিন্ডারগার্টেন স্কুলে আয়োজন করা হয়। এ সময় শিশুদের সাক্ষরতার গুরুত্ব সম্পর্কে জানিয়ে তাদের হাতে খাতা, পেন্সিল, কাটার, রাবার বিতরণ করা হয়।
চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের সভাপতি কাজী আজিজুল হাকিমের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর রেলওয়ে কিন্ডারগার্টে স্কুলের অধ্যক্ষ ও ইনার হুইল ক্লাবের পাঁচবারের সভাপতি মাহমুদা খানম। উপস্থিত ছিলেন রেলওয়ে কিন্ডারগার্টেন স্কুলের উপাধ্যক্ষ রুবিনা ময়িরম, সহকারী শিক্ষক নাজমা বেগম, জনি চন্দ্র দাস, নাছিমা আক্তার ও মার্জিয়া বেগম।
অতিথিরা বলেন, বিশ^ সাক্ষরতা দিবস। দিবসটি লক্ষ্য হচ্ছে সাক্ষরতা মানুষের জীবনে অনেক দিক থেকে প্রভাবিত করে। সাক্ষরতা মানুষের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করে থাকে। এটি মানুষের অধিকার নিশ্চিত করে। আজকে তোমরা সাক্ষর দিতে পারছেন। তোমরা ভবিষ্যতে ভালো ফল পাবে।
রোটার্যাক্টরদের মধ্যে উপস্থিত ছিলেন রোঃ শারমিন আক্তার, রোঃ আবেদা সুলতানা অপি ও রোঃ মোঃ তাইয়্যেব হোসেন।