শনিবার, ০২ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৪, ১৯:২১

সড়কে শৃঙ্খলা ও যানজট নিরসনে ট্রাফিক পুলিশের তৎপরতা

মামলা হয়েছে দুই শতাধিক ॥ অবৈধ গাড়ি কিছুটা কম

গোলাম মোস্তফা
সড়কে শৃঙ্খলা ও যানজট নিরসনে ট্রাফিক পুলিশের তৎপরতা

গত এক সপ্তাহের বেশি সময় ধরে চাঁদপুরের ট্রাফিক পুলিশ সরব হওয়ায় সড়কে কিছুটা শৃঙ্খলা দেখা যাচ্ছে। পুরো শহরকে যানজটমুক্ত করতে প্রাণপণ চেষ্টা চালাচ্ছে ট্রাফিক বিভাগ। অবৈধ যানবাহনসহ বিভিন্ন অপরাধে দুই শতাধিক মামলা করা হয়েছে। ট্রাফিক পুলিশের এমন তৎপরতায় সড়কে এখন অবৈধ যানবাহন কিছুটা কম দেখা যায়।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর প্রায় সপ্তাহখানেক সড়কে ছিলো না কোনো ট্রাফিক পুলিশ। তখন সড়ক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করে সাধারণ ছাত্র-ছাত্রীরা। আইনশৃঙ্খলা বাহিনীর জেলা পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে যাদের সড়কে দায়িত্ব তারাই অর্থাৎ ট্রাফিক পুলিশ চাঁদপুরের সড়কে পুনরায় ফিরে তাদের দায়িত্ব পালন করলেও নানা কারণে তা ছিলো নামেমাত্র বা ঢিমেতালের। আর এই সুযোগটি কাজে লাগিয়ে এক শ্রেণীর পরিবহন মালিক অবৈধ যানবাহন সড়কে চালানোর ফলে সড়কে যানজট লেগেই থাকতো। শুধু তাই নয়, এই অবৈধ যানবাহনের দাপটে সড়কে অসহায় থাকতো অন্যান্য যানবাহন। এ অবস্থা চলতে থাকে গত প্রায় দুমাস ধরে।

অবশেষে মুহাম্মদ রকিব উদ্দীন পিপিএম চাঁদপুরে পুলিশ সুপার হিসেবে যোগদানের পর ট্রাফিক পুলিশকে জনস্বার্থে পুরোপুরিভাবে কাজ করার নির্দেশ প্রদান করেন।

এদিকে ট্রাফিক পুলিশ চাঁদপুরের চাহিদার তুলনায় ব্যাপক সংকট থাকলেও আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে সড়কে শৃঙ্খলা বজায় রাখতে। ফলে সড়কে যানজট নিরসন, নিয়ন্ত্রণহীন এবং অবৈধ যানবাহনের চাপ কমাতে এখন থেকে কঠোর অবস্থানে থাকবে ট্রাফিক বিভগ। সেই লক্ষ্যে গত ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার থেকে ট্রাফিক পুলিশ তাদের পূর্বের ন্যায় কার্যক্রমে তৎপর হতে শুরু করে। তার পরপরই শুরু করা হয় অভিযান। গত এক সপ্তাহে এ অভিযানে দুশতাধিক যানবাহনের বিরুদ্ধে নানা কারণে মামলা দায়ের করা হয়েছে। এ অবস্থা দেখে সড়কে চলাচল করা অবৈধ যানবাহন গা ঢাকা দেয়। তবে চোরাগুপ্তা তারা রাস্তায় নামে। এখন এ সকল যানবাহন মূল সড়ক ছেড়ে যে সকল সড়কে ট্রাফিক পুলিশ নেই, সে সকল সড়কে চলাচল করছে। ফলে কিছুটা হলেও সড়কে এখন শৃঙ্খলা ফিরে এসেছে।

অপরদিকে ট্রাফিক পুলিশের স্বল্পসংখ্যক জনবল নিয়ে চাঁদপুর শহরে যানজট নিরসনে আপ্রাণ চেষ্টা করছে। কিন্তু শহরের বেশ কিছু রাস্তায় সংস্কার কাজ চলমান থাকায় কিছুটা হিমশিম খেতে হচ্ছে। এদিকে পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী শহরে দিনের নির্দিষ্ট সময় পর্যন্ত ভারী যানবাহন ঢোকা বন্ধ রয়েছে। ফলে শহরের সড়কগুলোতে এখন শৃঙ্খলা রয়েছে।

সড়কে শৃঙ্খলা রাখতে ট্রাফিক পুলিশের তৎপরতা এবং আইনগত ব্যবস্থাগ্রহণ অব্যাহত থাকবে বলে জানা গেছে।

এ বিষয়ে চাঁদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত বলেন, ইতোমধ্যে আমরা আমাদের চেষ্টায় সড়কে শৃঙ্খলা কিছুটা হলেও ফেরাতে পারছি।

তিনি জানান, সড়কে চলাচলকারী দূরদূরান্ত থেকে আসা যানবাহন এবং চাঁদপুর শহরবাসীর স্বস্তির জন্যে নতুন করে কার্যকর ভূমিকা পালন করবে ট্রাফিক পুলিশ। এতে জনভোগান্তি কমে আসবে বলেও জানান তিনি।

ইয়াসির আরাফাত আরও বলেন, চাঁদপুরে সদ্য যোগ দেয়া পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের দিকনির্দেশনা এবং সরাসরি তদারকিতে শুধু জেলা শহরেই নয়, পুরো চাঁদপুরে দিনরাতে কাজ করবে ট্রাফিক পুলিশ। ট্রাফিক পুলিশ এরই মধ্যে বেশকিছু অবৈধ যানবাহন আটক ও জরিমানা করেছে।

জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মাহফুজুর রহমান বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং যানজট নিরসনের জন্যে আমরা দায়িত্ব পালন করছি। ইতোমধ্যে অভিযান অব্যাহত থাকায় অবৈধ যানবাহন এখন সড়ক থেকে পালিয়েছে।

তিনি এক প্রশ্নের জবাবে বলেন, মাননীয় পুলিশ সুপার মহোদয় সরাসরি তদারকি করছেন। তাই স্যারের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করছি। আমি আশা করছি, সকলের সহযোগিতা নিয়ে চাঁদপুর শহরকে যানজটমুক্ত শহর ও চাঁদপুরের সড়কগুলোতে অচিরেই শৃঙ্খলা ফিরিয়ে আনতে সক্ষম হবো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়