প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০২
চাঁদপুর পৌর ৯নং ওয়ার্ড যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন
![চাঁদপুর পৌর ৯নং ওয়ার্ড যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন](/assets/news_photos/2023/02/20/image-29834-1676873010bdjournal.jpg)
‘ভোট চোর নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ এই প্রতিপাদ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চাঁদপুর পৌর ৯নং ওয়ার্ড শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৯ ফেব্রুয়ারি রোববার বিকেল ৪টায় পশ্চিম বিষ্ণুদী পৌর প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সেলিমুস সালাম।
|আরো খবর
৯নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মোঃ সাইফুদ্দিন খানের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন পৌর যুবদলের আহ্বায়ক শাজাহান কবির খোকা। সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিন শেখ জিলানী ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক হিরন মাঝির যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক অ্যাডঃ হারুনুর রশিদ, সিনিয়র সহ-সভাপতি আফজাল হোসেন, সহ-সভাপতি আহসান উল্লাহ সেন্টু পাটওয়ারী, সাধারণ সম্পাদক যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন মিয়াজী, জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি অ্যাডঃ কোহিনুর রশীদ, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাডঃ নূরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাসুদ মাঝি, আরেফিন খান, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক হাওলাদার, যুগ্ম আহ্বায়ক কাইয়ুম খান, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর হোসেন মৃধা মাঝি, সাধারণ সম্পাদক আবুল খায়ের ছৈয়াল ও ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির খান। এছাড়াও আরো বক্তব্য রাখেন সরকারি কলেজর সভাপতি সোহেল গাজী, ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহীন মাঝি প্রমুখ।
পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শরিফ উদ্দিন পলাশ, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ আলম রবিন, যুবদল নেতা সুমন বেপারী, সোহেলসহ যুবদল এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মুহাঃ গোলাম রাব্বি।
অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্য শেষে ৯নং ওয়ার্ড যুবদলের আংশিক নতুন কমিটি ঘোষণা করেন। নতুন কমিটির নেতারা হলেন : সাইফুদ্দিন খান সভাপতি ও ফারুক সর্দার সাধারণ সম্পাদক। এছাড়াও সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হোসেন মাঝি, সহ-সভাপতি শাহীন মাঝি, রফিক দর্জি, হান্নান বকাউল, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মিজি, সহ-সাধারণ সম্পাদক আব্দুল কাদির মাঝি, সাংগঠনিক সম্পাদক মিস্টার আলম মজুমদার, সহ-সাংগঠনিক সম্পাদক জাকির সর্দার।