শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   খাল দখল নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা
  •   নৌ পুলিশের হয়রানি বন্ধে জেলা বিএনপির সভাপতির কাছে জেলেদের লিখিত আবেদন
  •   হাসান আলী মাঠে ছাত্র-জনতার অভ্যুত্থানের শততম দিনে সাংস্কৃতিক সন্ধ্যা
  •   মাদ্রাসা খাদেমের লাশ নদী থেকে উদ্ধার
  •   পল্লবীতে দুই ছেলেকে জবাই করে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৪, ১৬:২২

রূপসা উত্তর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের দ্বি-বার্ষিক সম্মেলন

রূপসা উত্তর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের দ্বি-বার্ষিক সম্মেলন
নুরুল ইসলাম ফরহাদ

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ফরিদগঞ্জ উপজেলা শাখার অধীনস্থ ১৫ নং রূপসা উত্তর ইউনিয়নের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে গাব্দের গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অায়োজিত সম্মেলনে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আবুল কালাম আজাদ জুয়েলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আক্তার হোসেন।

রূপসা উত্তর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. রুবেল তপাদারের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. ফারুক হোসেন।

সম্মেলনে বক্তারা বলেন, গত ১৭ বছর আমরা অনেক জুলুম-নির্যাতন সহ্য করেছিলাম। আমরা ওই সময় মিছিল- সমাবেশ দূরে থাক, কথাও বলতে পারিনি। কিন্তু ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর আমরা কথা বলতে পারছি। পতিত স্বৈরাচার আমাদের খুঁজে না পেলেও জনগণ ঠিকই আমাদের খুঁজে পেয়েছে। আজকের সম্মেলনে হাজার হাজার মানুষের উপস্থিতিই তার প্রমাণ দেয়। কর্মী সম্মলনকে ঘিরে মানুষের উচ্ছ্বাস ও আনন্দ আমাদের নতুন বাংলাদেশ বিনির্মাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান যে স্বপ্ন দেখছেন তারই একটি রূপ এটি। তবে আমাদের ভুলে গেলে চলবে না, আমরা এখনো ক্ষমতায় আসিনি। আমাদের আরো কিছু সময় অপেক্ষা করতে হবে। জনগণের ভোটের অধিকার বাস্তবায়ন করার মাধ্যমে বিএনপি আবারো রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বিল্লাল হোসেন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম, উপজেলা বিএনপির সদস্য আমির হোসেন নফর আলী মুন্সী, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো. ফারুক খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজমুল আলম খান, যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দীন সুমন, আব্দুল মালেক পাটওয়ারী, মো. আহসান হাবিব খান, মো. হারুন খান, ছাত্রদলের সভাপতি মো. রাজু, সাধারণ সম্পাদক মো. রিপন ও সোহাগ হোসেন।

সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের সভাপতি ইসমাইল হোসেন, মো. হাছান, উপজেলা যুবদলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম ও ইউনিয়ন ছাত্রদল নেতা সাগর মিজি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়