প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ১৯:১৭
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফরিদগঞ্জে গণদোয়া ও মোনাজাত

বিএনপির চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফরিদগঞ্জে গণদোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর ২০২৫) বাদ আসর উপজেলা পরিষদ বালুর মাঠে বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক এমপি লায়ন হারুনের আহ্বানে আয়োজিত গণদোয়াপূর্ব সংক্ষিপ্ত স্মৃতিচারণ সভায় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আ. খালেক পাটওয়ারীর সঞ্চালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জলা বিএনপির সহ-সভাপতি শরীফ মোহাম্মদ ইউনুছ, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ইউনছু হেলাল, ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিয়াজী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান দুলাল, সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী। পরে উপজেলা পূর্ব বাজার জামে মসজিদের খতিব ও মজিদিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাও. মমিনুল ইসলাম খান দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
সভায় স্মৃতিচারণ করতে গিয়ে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া জাতির এক ক্রান্তিকালে গৃহবধূ থেকে রাজনীতির মাঠে এসেছিলেন এদেশের মানুষের স্বার্থে। তাইতো তিনি কখনোই নিজের মৃত্যু নিশ্চিত জেনেও এদেশের মানুষকে ছেড়ে বিদেশে পাড়ি দেননি। আপসহীন জনগণের নেত্রী হিসেবে মানুষ তাঁকে বারবার রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছে। আজকে তাঁর শেষ যাত্রায় তথা জানাজায় লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি সেই বার্তাই দেয়। এই দোয়া অনুষ্ঠানের মাধ্যমে আমরা তাঁর রুহের মাগফেরাত কামনা করার সাথে সাথে তিনি যেনো জান্নাতের সর্বোচ্চ মাকামে আসীন হোন সেই কামনা করছি।








