প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ১৮:২৮
চাঁদপুরে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজায় হাজারো মানুষের ঢল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চাঁদপুরের গায়েবানা জানাজায় হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নিয়েছেন।
বুধবার (৩১ ডিসেম্বর ২০২৫) বাদ জোহর চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে
চাঁদপুর জেলা বিএনপির উদ্যোগে এ গায়েবানা
জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজার পূর্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম, জেলা বিএনপির প্রবীণ নেতা সফিউদ্দিন আহমেদ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মাস্টার, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশিদ, জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার আমির ও এমপি প্রার্থী মাওলানা বিলাল হোসাইন মিয়াজী, সেক্রেটারি ও এমপি প্রার্থী অ্যাড. শাহজাহান মিয়া, চাঁদপুর জেলা গণফোরামের সভাপতি ও এমপি প্রার্থী অ্যাড. সেলিম আকবর, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও এমপি প্রার্থী শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, আহলে সুন্নাত ওয়াল জামাআত ও ইসলামী ফ্রন্টের এমপি প্রার্থী সাংবাদিক এ এইচ এম আহসান উল্লাহ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও এমপি প্রার্থী জাহাঙ্গীর হোসেন, জাতীয় নাগরিক পার্টি চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক মাহবুবুল আলম, গণঅধিকার পরিষদের আহ্বায়ক কাজী রাসেল, খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির শূরা সদস্য বোরহান উদ্দিন সিদ্দিকী, নাগরিক ঐক্যের আহ্বায়ক আবু তাহের প্রমুখ।আলোচনা পর্ব যৌথভাবে পরিচালনা করেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান সফিকুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী ও মোশারফ হোসেন।
গায়েবানা জানাজায় ইমামতি করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা জসিম উদ্দিন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন থানা বিএনপির সদস্য মাওলানা ওয়ালি রহমান। মোনাজাতে মরহুমার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি কামনা করা হয়।
উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ছয়টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিএনপি চেয়ারপার্সন ও বাংলাদেশের আপসহীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো প্রায় ৮৫ বছর।
বুধবার বেলা ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান (বীর উত্তম)-এর কবরের পাশে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সমাহিত করা হয়।
জানাজায় বক্তারা বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন। দেশের গণতন্ত্র রক্ষায় তিনি ছিলেন আপসহীন ও দৃঢ়চেতা নেত্রী। তাঁর আদর্শ ও দেখানো পথ অনুসরণ করেই বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি পরিচালিত হওয়া উচিত।







