শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২২ জুন ২০২১, ০৯:১৪

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী : প্রবাসীদের ভাবনা-৫৬

স্বদেশের উন্নতি অগ্রগতি না হলে প্রবাসে আসার সুযোগ হতো না : মোঃ মুজিবুর রহমান

অনলাইন ডেস্ক
স্বদেশের উন্নতি অগ্রগতি না হলে প্রবাসে আসার সুযোগ হতো না : মোঃ মুজিবুর রহমান

মালয়েশিয়াস্থ দূতাবাসে দীর্ঘদিন যাবৎ কাজ করছেন মোঃ মুজিবুর রহমান। তিনি চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর গ্রামের বাসিন্দা। সম্প্রতি চাঁদপুর কণ্ঠের ধারাবাহিক সাক্ষাৎকার পর্বের মুখোমুখি হন তিনি। সাক্ষাৎকার নেন চাঁদপুর কণ্ঠের সৌদি আরব প্রতিনিধি জাহাঙ্গীর আলম হৃদয়।

চাঁদপুর কণ্ঠ : প্রবাসে কতোদিন আছেন, কী করছেন, কেমন কাটছে সময়?

মোঃ মজিবুর রহমান : দীর্ঘদিন ধরে প্রবাসে আছি, মালয়েশিয়াস্থ সৌদি দূতাবাসে কর্মরত আছি, আলহামদুলিল্লাহ বেশ ভালো সময় কাটছে।

চাঁদপুর কণ্ঠ : বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আপনার অনুভূতি কেমন?

মোঃ মজিবুর রহমান : বাংলাদেশ মানেই অহঙ্কার করার মতই একটা দেশ, সেই দেশের নাগরিক হতে পেরে সত্যিই আমি ভাগ্যবান, লাল সবুজ রঙের জাতীয় পতাকা, একটা স্বাধীন দেশের পাসপোর্ট নিয়ে প্রবাসে কাজ করছি। স্বাধীনতার ৫০ বছর তথা সুবর্ণজয়ন্তীতে সামিল হতে পেরে শতভাগ আনন্দ লাগছে।

চাঁদপুর কণ্ঠ : আপনার দৃষ্টিতে স্বদেশের উন্নতি-অগ্রগতি কতোটুকু হয়েছে?

মোঃ মজিবুর রহমান : স্বদেশের উন্নতি অগ্রগতি না হলে প্রবাসে আসার সুযোগ হতো না, যথেষ্ট উন্নয়ন অগ্রগতি হয়েছে এবং হবে। ভিনদেশী একটি দূতাবাসে চাকরি করছি। আমাদের বাংলাদেশ সম্পর্কে একসময় তাদের ভিন্নমত থাকলেও আজ আমরা আমাদের কাজের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি আমরা বাংলাদেশি, যেকোনো ধরনের কাজ করার যোগ্যতা আমাদের আছে।

চাঁদপুর কণ্ঠ : দেশকে নিয়ে আপনার কোনো কষ্ট-বেদনা-অতৃপ্তি আছে কি?

মোঃ মজিবুর রহমান : দেশকে নিয়ে কোনো কষ্ট নেই। যুদ্ধের ৫০ বছর পরে হলেও পাকিস্তানকে পেছনে ফেলে আমরা এগিয়ে আছি সকল দিক থেকে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে তাঁর কন্যা শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় ২১ জুন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রতিটি উপজেলা ও ইউনিয়নে গৃহহীন ৫৩ হাজার ৩৪০টি পরিবারকে থাকার জন্য জমিসহ ঘর বুঝিয়ে দিয়েছেন। পর্যায়ক্রমে অসহায় হতদরিদ্র প্রতিটি পরিবারকে জমিসহ ঘর দেয়া হবে বলেও তিনি জানান। এটি সত্যিই একজন প্রবাসী হিসাবে আনন্দের বিষয়।

বেদনা-অতৃপ্তি সেদিনই দূর হবে যেদিন দেশের প্রতিটি জেলা, উপজেলায় কল কারখানা গড়ে উঠবে জনসাধারণের কর্মসংস্থান হবে। দেশের গ-ি পেরিয়ে ভিনদেশে গিয়ে কাজ করতে হবে না, পরবাস থাকা লাগবে না।

চাঁদপুর কণ্ঠ : সকলের উদ্দেশ্যে আপনার পছন্দের কিছু কথা বলুন।

মোঃ মজিবুর রহমান : আসুন যে যেখানেই আছি সেখানে থেকেই দেশের উন্নয়ন অগ্রগতিতে ভূমিকা রাখি, দেশের জন্যে আন্তরিকভাবে কাজ করি। স্বপ্ন নয় বাস্তবেই হবে সোনার বাংলা সেই লক্ষ্যে যেনো আমরা সবাই কাজ করি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়