প্রকাশ : ০৮ জুলাই ২০২১, ১৯:৩১
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী : প্রবাসীদের ভাবনা-৬৬
স্বাধীনতার সুফলস্বরূপ প্রবাসে কাজ করছি সম্মানের সাথে : মোঃ সুমন
|আরো খবর
মোঃ সুমন চাঁদপুর জেলার শাহরাস্তি পৌরসভার কৃষ্ণপুর গ্রামের ১১নং ওয়ার্ডের বাসিন্দা। তিনি ১৬ বছর যাবৎ সৌদি আরবের মদিনায় একটি বেসরকারি প্লাস্টিক কারখানায় কর্মরত। সম্প্রতি তিনি স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে চাঁদপুর কণ্ঠের সাক্ষাৎকার পর্বের মুখোমুখি হন। তার সাক্ষাৎকার নিয়েছেন জাহাঙ্গীর আলম হৃদয়।
চাঁদপুর কণ্ঠ : প্রবাসে কতোদিন আছেন, কী করছেন, কেমন কাটছে সময়?
মোঃ সুমন : আমি ১৬ বছর যাবৎ সৌদি আরবের মদিনায় বসবাস করছি। একটি বেসরকারি প্লাস্টিক কারখানায় দায়িত্বশীল হিসেবে কাজ করছি। আলহামদুলিল্লাহ বেশ ভালো সময় কাটছে।
চাঁদপুর কণ্ঠ : বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আপনার অনুভূতি কেমন?
মোঃ সুমন : আমি খুব কষ্ট অরে মানুষ হয়েছি। দেশের স্বাধীনতার সুফল পেয়েছি বলেই দেশের গ-ী পেরিয়ে প্রবাসের মাটিতে সম্মানের সাথে কাজ করছি।
চাঁদপুর কণ্ঠ : আপনার দৃষ্টিতে স্বদেশের উন্নতি-অগ্রগতি কতোটুকু হয়েছে?
মোঃ সুমন : বিশ্বের কতো দেশের ইতিহাস-ঐতিহ্য পড়েছি, বাংলাদেশের মতো এমন দেশ আর কোথাও খুঁজে পাইনি। ১৯৭১ সালে বীর মুক্তিযোদ্ধাদের বুকের তাজা রক্তের বিনিময়ে পেয়েছি বাংলাদেশ, যেটি দীর্ঘ ৫০ বছর ধরে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। উন্নয়নশীল দেশে হিসেবে বাংলাদেশ বিশ্বে রেকর্ড করতে সক্ষম হয়েছে।
চাঁদপুর কণ্ঠ : দেশকে নিয়ে আপনার কোনো কষ্ট-বেদনা-অতৃপ্তি আছে কি?
মোঃ সুমন : নিজ দেশে কর্মসংস্থান না থাকায় অন্যের দেশে কাজ করে খাই, দূরপ্রবাসে থাকি। গত বছর মাকে হারিয়েছি, দেখতে পাইনি। আবার আমরা কেউ প্রবাসে অসুস্থ হলে বা মারা গেলে বাংলাদেশ থেকে কেউ আসতে পারে না। এখানেই যতো কষ্ট, বেদনা আর অতৃপ্তি। বাংলাদেশে থাকলে পরিবারের সবাইকে নিয়ে থাকা সম্ভব হতো। তারপরও তৃপ্তি হলো, আমরা রেমিট্যান্স যোদ্ধা, দেশের উন্নতি-অগ্রগতিতে রাখছি বিশেষ ভূমিকা।
চাঁদপুর কণ্ঠ : সকলের উদ্দেশ্যে আপনার পছন্দের কিছু কথা বলুন।
মোঃ সুমন : দেশকে ভালোবাসা প্রতিটি নাগরিকের দায়িত্ব, দেশের উন্নতি-অগ্রগতির জন্য আন্তরিকভাবে কাজ করতে হবে। আশা করছি সবাই সেই লক্ষ্যে কাজ করবেন।