প্রকাশ : ২১ জুন ২০২১, ১১:৩৬
ফরিদগঞ্জে ২০ ভূমিহীন পরিবারের মধ্যে দলিল বিতরণ অনুষ্ঠান
পিতার দেখানো পথেই হেঁটে চলেছেন প্রধানমন্ত্রী : অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান
ফরিদগঞ্জে গতকাল রোববার ভূমিহীন ও গৃহহীন বিশটি পরিবার স্থায়ী নিবাস হিসেবে পাকা বাড়ি পেয়েছেন। ভার্চুয়াল সভার মাধ্যমে সারাদেশের ন্যায় ফরিদগঞ্জ উপজেলার ভূমিহীনদেরকে জমিসহ গৃহ প্রদান করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
|আরো খবর
জানা যায়, মুজিববর্ষ উপলক্ষে ২০২০-২১ অর্থ বছরে আশ্রয়ণ প্রকল্পের অধীন ২য় পর্যায়ে তালিকাভুক্ত ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে এ ঘর প্রদানের লক্ষ্যে উপজেলার বলিথুবা পশ্চিম ইউনিয়নের বাগড়াবাজার সংলগ্ন সিমেন্ট ঘাট এলাকায় ১৩টি ঘর এবং রূপসা দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ সাহেবগঞ্জ গ্রামে ৭টি ঘর তৈরি করে উপজেলা প্রশাসন।
রোববার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরির সভাপতিত্বে উপজেলা হলরুমে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান। উপজেলা একাডেমিক সপুারভাইজার আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সহিদুল্লা তপাদার, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটন ও ঘরপ্রাপ্ত উপকারভোগী তৃতীয় লিঙ্গের মাহমুদা আক্তার।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেখানো পথেই হেঁটে চলেছেন আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যার আজকের ফসল হিসেবে ফরিদগঞ্জ উপজেলার ২০টিসহ সারাদেশে ৫৩ হাজার ৩৪০টি পরিবার জমিসহ নতুন ঘর পাচ্ছে। একটি জাতিকে উন্নতির শিখরে নিতে হলে প্রথমেই প্রয়োজন অন্ন, বস্ত্র, বাসস্থান নিশ্চিত করা। আমাদের প্রধানমন্ত্রী সেই পথে অনেক দূর এগিয়ে গিয়েছেন। আমার আশা করছি মুজিব শতবর্ষ ছাড়াও আগামী কয়েক বছর সারাদেশে কোনো গৃহহীন পরিবার থাকবে না।