প্রকাশ : ২২ জুলাই ২০২২, ০০:০০
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে আশ্রায়ণ-২ প্রকল্পের তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপের আওতায় ভূমিহীন ও গৃহহীনদের মাঝে আরো ২৬ হাজার ২২৯টি জমিসহ ঘর হস্তান্তর করেছেন। ‘দেশে একজন মানুষও গৃহহীন, ভূমিহীন থাকবে না’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে চাঁদপুর, হাজীগঞ্জসহ দেশের ৪৯২টি উপজেলার ১ লাখ ৩১ হাজার ৬৪৫ জন মানুষ নিজের ঠিকানা পেলো।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে ৫২টি উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত উপজেলা হিসেবেও ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী ২১ জুলাই বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি ভূমিহীন ও গৃহহীন মানুষের কাছে ঘরের দলিল ও চাবি হস্তান্তর করেন।
চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তন থেকে প্রধানমন্ত্রীর এ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলো চাঁদপুর। এ সময় চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান, উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) ফাহমিদা হকের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ হেলাল চৌধুরী, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ, চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল রুশদীসহ চাঁদপুর সদর উপজেলা পরিষদের বিভাগীয় কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান ও উপকারভোগীগণ উপস্থিত ছিলেন।