বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় ওসির অপসারণের দাবিতে সড়ক অবরোধ
  •   ভারত-মিয়ানমার থেকে ৮৯৮ কোটি টাকার চাল কিনবে সরকার
  •   মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশক পাওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
  •   মশার উপদ্রবে চাঁদপুর পৌরবাসী ॥ বাড়ছে ডেঙ্গু রোগী
  •   শাহরাস্তিতে সিএনজি অটোরিকশা মালিক ও চালকদের সাথে পুলিশের মতবিনিময়

প্রকাশ : ২১ জুন ২০২১, ১১:১৪

ছেংগারচর বাজার-কলাকান্দা রাস্তার বেহাল দশা

মাহবুব আলম লাভলু

দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ছেংগারচর বাজার-কলাকান্দা রাস্তার ছেংগারচর পৌরসভা অংশের বেহাল অবস্থায় আছে। এতে চলাচলে চরম ভোগান্তিতে পড়েছে এ রাস্তা দিয়ে চলাচলকারী মানুষ।

সরজমিনে দেখা গেছে, বালুরচর মোল্লা বাড়ি থেকে দক্ষিণ পাশে পৌর এলাকার শেষ কলাকান্দা ইউনিয়নে শুরু পর্যন্ত রাস্তার ঢালাই উঠে গিয়ে ছোট-বড় খানাখন্দে পরিণত হয়েছে। অনেক জায়গায় রাস্তার দু’ধারের মাটি সরে গিয়ে রাস্তাগুলো ভেঙ্গে পড়েছে। ব্যাটারিচালিত অটোরিকশা, ভ্যানগাড়ি ও মোটরসাইকেল আরোহীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। সামান্য বৃষ্টিতেই রাস্তায় পানি ও কাঁদা জমে যায়।

স্থানীয়রা জানান, দীর্ঘসময় পার হলেও গ্রামীণ এই রাস্তাটি সংস্কার করার কোনো উদ্যোগ নেই। অবহেলিত এই রাস্তাটি দিন দিন মরণ ফাঁদে পরিণত হচ্ছে। বর্তমানে রাস্তার মাঝে মাঝে ইটগুলো উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় চলাচলের অযোগ্য হয়ে পড়ছে। স্থানীয় প্রশাসনকে বিষয়টি অনেকবার জানানোর পরও রাস্তাটি এখনো বেহাল দশায় পড়ে আছে। দ্রুত এই রাস্তাটি সংস্কার করার দাবি জানিয়ে স্থানীয় অটোরিকশা চালক রেহান উদ্দিন বলেন, ভাঙ্গা রাস্তার কারণে গাড়ি চালাতে খুব কষ্ট হয়। অনেক গাড়ি এ রাস্তা দিয়ে আসে না। এ বিষয়ে পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব রুহুল আমিন মোল্লা জানান, রাস্তাটি জরুরি ভিত্তিতে সংস্কারের প্রয়োজন মনে করে আমার প্রাপ্ত বরাদ্দ থেকে প্রকল্প দিয়েছি। ৪ মাস আগে টেন্ডার হলেও ঠিকার কাজ শুরু করেনি। আমি তাগাদা দিয়ে যাচ্ছি।

ছেংগারচর পৌরসভার সহকারী প্রকৌশলী আবুল আনছার জানান, এ রাস্তাটি সংস্কারের জন্য ফেব্রুয়ারি মাসে টেন্ডার হয়েছে। ঠিকাদারকে কার্যাদেশ দেয়া হয়েছে। এখনও কাজ শুরু করেনি। আমি ঠিকাদারের সাথে কথা বলে কাজ শুরুর ব্যবস্থা করবো।

দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় রাস্তাটি বেহাল দশা হওয়ায় যানবাহন চলা বন্ধ হয়ে যাচ্ছে। চলাচলে চরম ভোগান্তিতে পড়েছেন মানুষ। কাজ হবে এবং হচ্ছে তার অবসান করে দ্রত রাস্তাটি সংস্কারের দাবি এলাকাবাসীর।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়