শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬  |   ৩৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর শহরের পাঁচ রাস্তার মোড়ে 'আল্লাহু চত্বর'
  •   চাঁদপুর কণ্ঠৈর কলামিস্ট এএসএম শফিকুর রহমানের ইন্তেকাল
  •   নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেল সেনাবাহিনী
  •   জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে’ প্রধান উপদেষ্টার ১০০ কোটি টাকার অনুদান
  •   মেঘনায় নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

চাঁদপুর সদর উপজেলা পরিষদে প্রবেশের রাস্তার বেহাল দশা

অনলাইন ডেস্ক
চাঁদপুর সদর উপজেলা পরিষদে প্রবেশের রাস্তার বেহাল দশা

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও উপজেলা পরিষদ কমপ্লেক্স মসজিদ সংলগ্ন রাস্তাটি দীর্ঘদিন যাবত বেহাল দশাপ্রাপ্ত হয়ে মানুষের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিদিন এ রাস্তায় চলাচল করতে গিয়ে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, উপজেলা পরিষদের পুকুর পাড়টি সম্প্রতি উন্নয়ন-সংস্কার করে দৃষ্টিনন্দন করা হয়েছে। কিন্তু পরিষদের মসজিদ লাগোয়া পাকা রাস্তার পিচ ঢালাই ও পাথর উঠে গিয়ে বড়ো বড়ো গর্তে নালায় পরিণত হয়েছে। বৃষ্টির পানিতে রাস্তা জুড়ে সৃষ্টি হয় জলাবদ্ধতা। পানি নিষ্কাশনের জন্যে ড্রেন নেই।

এতে করে সড়কটি মানুষের চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়ে। রাস্তার ওপর জমে থাকা কাদা- পানি ডিঙ্গিয়ে উপজেলা পরিষদের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, মসজিদের মুসল্লি, পাশের সরকারি টেকনিক্যাল কলেজের শিক্ষক- শিক্ষার্থীসহ জনসাধারণকে পথ চলতে হচ্ছে।

ভুক্তভোগীরা জানান, উপজেলা পরিষদের জন্যে গুরুত্বপূর্ণ এই সড়কটির উন্নয়ন কাজ না হওয়া অত্যন্ত দুঃখজনক। তারা আরো জানান, এই সড়কটি দিয়ে মন্ত্রী, এমপি, ডিসি, ইউএনও, মেয়র সহ জেলার অনেক নীতিনির্ধারক যাতায়াত করে থাকেন। এরপরও এই রাস্তাটির মাসের পর মাস এমন বেহাল অবস্থায় থাকাটা দুঃখজনক। রাস্তাটি উন্নয়ন বা সংস্কার হলে উপজেলা পরিষদ কমপ্লেক্সের কর্মকর্তা, পাশের প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষের চলাচলের পথ সুগম হবে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারের সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী ও সচেতন মহল। ছবি ও প্রতিবেদন : মিজানুর রহমান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়