প্রকাশ : ২১ জুন ২০২১, ১১:০৯
মতলব উত্তরে সাজাপ্রাপ্ত আসামী আটক
মতলব উত্তর থানা পুলিশ ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামী শাহ আলমসহ গ্রেফতারী পরোয়ানাভুক্ত দুই আসামী আটক করেছে। গতকাল রোববার ২০ জুন মতলব উত্তর থানার এসআই আব্দুল আউয়াল সঙ্গীয় এএসআই (নিরস্ত্র) রাজেশ পালসহ জিআর ৯৭/১৬ মতলব উত্তর থানার মামলা নং-৮, তারিখ-২৬.৭.১৬, ধারা-৪০৬/৪২০ পেনাল কোড মূলে ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামী মোঃ শাহ আলম, পিতা-মৃত ইউনুছ প্রধান, সাং-বড় দুর্গাপুর, উপজেলা-মতলব উত্তর, চাঁদপুরকে গ্রেফতার করেন এবং এএসআই জামাল উল্লাহ জিআর ১৪৮/১৮ মতলব উত্তর থানার মামলা নং-৪/১৪৮, তারিখ-৩.৯.১৮, ধারা মাদক নিয়ন্ত্রন আইনের ৯(ক), প্রসেসস নং-১৮৬৭/১৯ মূলে ১. মো. হাবিব, পিতা-মজিবুর রহমান বেপারী, সাং-এখলাছপুর, উপজেলা-মতলব উত্তর, চাঁদপুরকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত উভয় আসামীকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
|আরো খবর