প্রকাশ : ২১ এপ্রিল ২০২২, ০০:০০
চাঁদপুরে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব ও ভারি বৃষ্টি
নদী বন্দরে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত
দেশের বিভিন্ন জায়গার ন্যায় চাঁদপুরেও কালবৈশাখী ঝড় হানা দিয়েছে। সঙ্গে দেখা দিয়েছে ভারি বৃষ্টি। গতকাল ২০ এপ্রিল সকালে হঠাৎ কালবৈশাখী ঝড় হানা দেয়। আকাশ একেবারে ঘন কালো রূপ ধারণ করে তুমুল ঝড় বৃষ্টি চাঁদপুরের উপর দিয়ে বয়ে যায়।
|আরো খবর
দমকা বাতাসে আর দুপুরে দু দফা ভারি বৃষ্টিতে ঈদে কেনাকাটা করতে রাস্তায় বের হওয়া মানুষগুলোকে অনেক বিপাকে পড়তে হয়েছে।
সাধারণ পথচারীরা ছোটোছুটি করে রেল স্টেশনের প্লাটফর্ম, বিভিন্ন দোকানের ছাউনি বা বিল্ডিংয়ের কার্নিসের নিচে আশ্রয় নিতে হয়েছে। ঝড়ো হাওয়ায় সব লণ্ডভণ্ড করে দেয়ার উপক্রম হয়। অনেক জায়গায় গাছপালা উপরে পড়ে ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। কাঁচা ঘরবাড়িও ধসে পড়ার খবর পাওয়া গেছে। কালবৈশাখী ঝড়-বৃষ্টির কারণে বিদ্যুৎ বিপর্যয় দেখা দেয়। এ জন্যে দেশের নদীবন্দরগুলোতে জারি করা হয়েছে ২ নম্বর সতর্কতা সংকেত।
চাঁদপুর নদীবন্দর কর্মকর্তা ও বিআইডব্লিউটিএ উপ-পরিচালক কায়সারুল ইসলাম জানান, নদী বন্দর এলাকায় সবকিছুই স্বাভাবিক রয়েছে, কোথাও দুর্ঘটনার খবর পাওয়া যায়নি। দুর্যোগপূর্ণ আবহাওয়ার দরুণ চাঁদপুর নদী বন্দরকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়াবিদরা জানিয়েছে, এখন কালবৈশাখীর সময়। এটা ঘনঘন হবে। বুধবার দেশের সব বিভাগের উপর দিয়েই এটা বয়ে গেছে। তবে সামুদ্রিক সতর্কতা নেই। এদিন দেশের সবচেয়ে বেশি ৩০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে তেঁতুলিয়ায়।