সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২১, ০৯:৫৯

কচুয়ায় ইউপি নির্বাচনে নৌকা পেয়েও ফেরত দিতে চায় যুবলীগ নেতা রাজীব আহমেদ

নিজস্ব প্রতিনিধি
কচুয়ায় ইউপি নির্বাচনে নৌকা পেয়েও ফেরত দিতে চায় যুবলীগ নেতা রাজীব আহমেদ

কচুয়া উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও বিতারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রাজীব আহমেদ রাজু। আগামী বছরের ৫ জানুয়ারি হতে যাওয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেয়েও ভোট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এরই মধ্যে নিজের দলীয় মনোনয়ন প্রত্যাহার চেয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কাছে লিখিত আবেদন করেছেন রাজু। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রাজুর পরিবর্তে বিতারা ইউনিয়নে আওয়ামী লীগের নতুন প্রার্থী কে হচ্ছে তা নিয়ে শুরু হয়েছে নানারকম জল্পনা-কল্পনা।

মনোনয়ন প্রত্যাহার চেয়ে রাজীব আহমেদ রাজু তার লিখিতপত্রে উল্লেখ করেন, বিগত ৫ ডিসেম্বর কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের নৌকা প্রতীক পেয়ে আমি মোহাম্মদ রাজীব আহমেদকে চেয়ারম্যান পদে মনোনীত করা হয়। এ জন্য মহোদয়কে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার ব্যক্তিগত ব্যাংক ঋণ থাকার কারণে মনোনয়নপত্র বাতিল হতে পারে বিধায় আমার ব্যক্তিগত অসুবিধার কারণে মনোনয়নপত্র প্রত্যাহারের জন্যে আবেদন করেছি। এমতাবস্থায় উক্ত ইউনিয়নে মাননীয় সাংসদের অনুমতিক্রমে মোসাঃ সালমা শহীদ, সভাপতি, কচুয়া উপজেলা মহিলা আওয়ামী লীগ (মনোনয়ন আবেদনপত্র নং-১৫৬১৭) কে মনোনয়ন দেয়ার জন্য অনুরোধ করেছেন।

এ বিষয়ে রাজীব আহমেদ রাজুর সাথে মুঠোফোনে (০১৮১৯১৩৭০৬৬) বার বার যোগাযোগ করার চেষ্টা করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়