শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ২০:২৬

শাহরাস্তিতে জেলা প্রশাসক কাপ ফুটবলে রেফারির পক্ষপাতিত্বের অভিযোগে মানববন্ধন

শাহরাস্তি প্রতিনিধি।।
শাহরাস্তিতে জেলা প্রশাসক কাপ ফুটবলে রেফারির পক্ষপাতিত্বের অভিযোগে মানববন্ধন

চাঁদপুরে চলমান ২১তম জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-কে ঘিরে একটি বিতর্ক তৈরি হয়েছে। রেফারিদের পক্ষপাতমূলক আচরণ ও জেলা ক্রীড়া সংস্থার নিয়মবহির্ভূত সিদ্ধান্তের প্রতিবাদে শাহরাস্তি উপজেলায় সর্বস্তরের জনগণের আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে শাহরাস্তি উপজেলা সদরে অনুষ্ঠিত এই মানববন্ধনে স্থানীয় ক্রীড়াবিদ, খেলোয়াড়, ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। তারা অভিযোগ করেন, জেলা ক্রীড়া সংস্থার রেজুলেশনে বাইরের অনুমোদিত রেফারি দিয়ে ম্যাচ পরিচালনার কথা থাকলেও সেটি অমান্য করে স্থানীয় রেফারি নিয়োগ দেয়া হয়েছে। এর ফলে মাঠে নিরপেক্ষতা হারিয়ে গিয়ে পক্ষপাতিত্বের ঘটনা ঘটে, যা প্রতিযোগিতার মান ও মর্যাদা ক্ষুণ্ণ করছে।

বক্তারা জানান, খেলাধুলা সমাজকে একত্রিত করার শক্তিশালী মাধ্যম হলেও নিয়ম ভঙ্গ ও স্বজনপ্রীতি খেলোয়াড়দের হতাশ করছে। এর আগে ২০১৮ সালে চাঁদপুর স্টেডিয়ামে শাহরাস্তির খেলোয়াড় ও কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় ক্রীড়াঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এবারের আসরেও রেফারিদের বিতর্কিত সিদ্ধান্তে বিভিন্ন উপজেলার খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তবে এবার প্রথমবারের মতো কোনো উপজেলা আনুষ্ঠানিকভাবে মানববন্ধনের মাধ্যমে প্রতিবাদ জানালো।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের দায়িত্বহীনতা এবং স্থানীয় রেফারি নিয়োগের মাধ্যমে স্বজনপ্রীতি প্রকাশ পেয়েছে। তারা দাবি করেন, জেলা প্রশাসককে বিষয়টি সরাসরি হস্তক্ষেপ করতে হবে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি ভবিষ্যতে যেনো ন্যায়সঙ্গত, স্বচ্ছ এবং নিয়মতান্ত্রিকভাবে খেলা পরিচালিত হয়, সেজন্যে কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়