প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২১, ১৯:৪৮
হাইমচরে ২নং উত্তর আলগী ইউনিয়ন আ'লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
হাইমচর উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নির্ধারণ করার লক্ষে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বুধবার বিকেল ৪ টায় ইউনিয়ন পরিষদ চত্বরে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আমান উল্লাহ বরকান্দাজের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির প্রধানীয়া। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. নূর হোসেন পাটওয়ারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি এম এ বাশার, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান চৌকদার, সাংগঠনিক সম্পাদক জিএম জাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ দপ্তর সম্পাদক মাকসুদ আলম খাঁন, উপজেলা যুবলীগ সাবেক সভাপতি মো. আতিকুর রহমান পাটওয়ারী, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার হাফিজ আহমেদ মাষ্টার, উত্তর আলগী ইউপি চেয়ারম্যান মনির আহমেদ দুলাল পাটওয়ারী, ইউপি চেয়ারম্যান আহমেদ আলী মাষ্টার, হাবিবুর রহমান গাজি, উপজেলা যুবলীগ সদস্য ইসমাইল আখন প্রমুখ।
পরবর্তীতে বিকেল ৫ টায় ২য় অধিবেশনে বাংলাদেশ আওয়ামীলীগ নৌকা প্রতিকে দলীয় মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান পদপ্রার্থীদের প্রস্তাব ও সমর্থন চাওয়া হলে উপজেলা যুবলীগ সাবেক সভাপতি মো. আতিকুর রহমান পাটওয়ারীকে প্রস্তাব করেন আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান, সমর্থন করেন আওয়ামীলীগ নেতা আব্দুর রাজ্জাক। উপজেলা আওয়ামীলীগ দপ্তর সম্পাদক মাকসুদ আলম খাঁনকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রস্তাব করেন, আওয়ামীলীগ নেতা শাহজান ভূইয়া, সমর্থন করেন আহমেদ উল্লাহ বরকান্দাজ।
যুবলীগ নেতা ইসমাইল আখনকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রস্তাব করেন, আওয়ামীলীগ নেতা শফিকুল ইসলাম আখন, সমর্থন করেন আলী আজম পেদা। ইউপি চেয়ারম্যান মনির আহমেদ দুলাল পাটওয়ারীকে প্রস্তাব করেন শাহজান মল্লিক, সমর্থন করেন আবুল কালাম গাজি।
হাবিবুর রহমান বেগের নাম প্রস্তাব রাখেন, নেছার আহমেদ (সাব), সমর্থন করেন বিল্লাল কবিরাজ।
২য় অধিবেশনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী ৫ প্রার্থী একমত হয়ে ঘোষনা দেন, দল যাকে নৌকা প্রতিক দিবে সকল প্রার্থী নৌকার পক্ষে কাজ করে নৌকাকে বিজয়ী করবেন। নৌকার বিপক্ষে কোন প্রার্থী নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হবে না বলে ঘোষনা দেন।