প্রকাশ : ২০ নভেম্বর ২০২১, ২১:১৭
কচুয়ার কাদলা ও পশ্চিম সহদেবপুর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় ২০ প্রার্থীর নাম প্রস্তাব
আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষ্যে কচুয়া উপজেলার ৮নং কাদলা ও ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়ন আওয়ামী লীগের পৃথক দুটি বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার কাদলা ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা বাতাবাড়িয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন-চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার একেএম আব্দুল মোতালেব, উপজেলা পরিষদের চেয়ারম্যান সুলতানা খানম,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, সহ-সভাপতি হুমায়ুন কবির, কামরুন্নাহার ভূইয়া, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান হাতেম,আব্দুল জব্বার বাহার প্রমূখ।
কাদলা ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের জন্য ১১ প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। প্রার্থীরা হচ্ছেন, বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম লালু, উপজেলা আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার মজিবুর রহমান, আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম পাঠান স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোফাচ্ছেল খান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহাজালাল প্রধান জালাল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি মুক্তার খান, যুবলীগ নেতা নুরে আলম রিহাত, উপজেলা যুবলীগের সহ-সভাপতি আব্দুল হাই, উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী রোকেয়া বেগম, ছাত্রলীগ নেতা সালাউদ্দিন।
ওই দিন বিকালে উপজেলার নন্দনপুর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার একেএম আব্দুল মোতালেব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, সহ-সভাপতি হুমায়ুন কবির, কামরুন্নাহার ভূইয়া, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান হাতেম, আব্দুল জব্বার বাহার প্রমূখ।
সভায় প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের জন্য ৯ জনের নাম ঘোষনা করা হয়েছে। প্রার্থীরা হচ্ছেন- ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন, সাবেক চেয়ারম্যান সামছুদ্দিন মুন্সী, ইউনিয়ন আওয়ামী সাধারণ সম্পাদক সুমন হোসেন, সহসভাপতি মফিজুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন পাটোয়ারী, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক দুুলাল পাটোয়ারী, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল কাদের, সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রহমান ভূইয়া ও যুবলীগ নেতা শাহীন আলম শাহীন।
এদিকে সহদেবপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় নৌকা প্রতীকের জন্য বর্তমান চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদের নাম প্রস্তাব আসায় উপস্থিত ওই ইউনিয়ন আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের তোপের মুখে পড়ে জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাঁর নাম তালিকা থেকে বাদ দেন। এসময় ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলেন, গত ইউপি নির্বাচনে আব্দুস সামাদ আজাদ নৌকার বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করে বিজয়ী হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদ বলেন, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে নৌকা প্রতীকের একজন প্রার্থী ছিলাম। উপজেলার নেতৃবৃন্দ আমাকে মনোনয়ন না দিয়ে যার তৃণমূলের সাথে সম্পর্ক নেই এমন বিতর্কিত ব্যক্তিকে নৌকা প্রতীকে মনোনীত করে। তাই আমি আওয়ামী লীগের একজন নিবেদিত প্রাণ হিসেবে এবং আমার ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অনুরোধে স্বতন্ত্র নির্বাচন করে বিপুল ভোটে নির্বাচিত হই।