প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ১৭:১৫
মতলব মুক্ত দিবসে ইউএনও কেএম ইশমাম
জাতির সর্বশ্রেষ্ঠ সন্তানদেরকে সর্বক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হবে
মতলব দক্ষিণ ব্যুরো।।

মতলব মুক্ত দিবসে র্যালিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম ইশমামসহ মুক্তিযোদ্ধারা।
মতলব মুক্ত দিবসে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণে আলোচনা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর ২০২৫) অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম. ইশমাম। বীর মুক্তিযোদ্ধার সন্তান ফারুক আহমেদ বাদলের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মুমতাহিনা পৃথুলা, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা কাজী হাসেম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা মো. জসিম উদ্দিন প্রমুখ।
|আরো খবর
আলোচনা সভার পূর্বে 'দীপ্ত বাংলা' পাদদেশে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে র্যালিটি নিউ হোস্টেল মাঠ থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে শেষ হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, মুক্তিযোদ্ধারা দেশের সর্বকালের শ্রেষ্ঠ সন্তান। তাঁরা দেশ ও জাতির অহংকার। মতলবের মুক্তিযোদ্ধারা জীবনবাজি রেখে ১৯৭১ সালের এই দিনে দখলদার হানাদার পাকিস্তানী বাহিনীকে মতলবের মাটি থেকে বিতাড়িত করেই আজকের এই দিনে মতলবকে হানাদার মুক্ত করেছিল। সেদিন মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করলে একটি লাল সবুজ পতাকা পেতাম না। তাই জাতির এই সর্বশ্রেষ্ঠ সন্তানদেরকে সর্বক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হবে। মুক্তিযুদ্ধের অন্যতম বিশেষায়িত দিক হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। এ দেশ যাতে গণতন্ত্রমুখী থাকে ও মানবতা থাকে, সেজন্যে মুক্তিযোদ্ধাদের ভূমিকা রাখতে হবে।
এ সময় মুক্তিযোদ্ধাবৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সুধীজন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।







