প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ২১:৩৩
হাজীগঞ্জে বিএনপির বিজয় দিবসের বিশাল বর্ণাঢ্য র্যালি

মহান বিজয় দিবসে হাজীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপিসহ সহযোগী সংগঠনের আয়োজনে বিশাল বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) প্রত্যুষে পুষ্পস্তবক অর্পণ ও দুপুরে বর্ণাঢ্য বিজয় র্যালি বের করা হয়। র্যালিটি হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সমাবেশের আয়োজন করে।
|আরো খবর
দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ইঞ্জি. মমিনুল হক।
তিনি মহান স্বাধীনতা সংগ্রামসহ দেশের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা এবং জীবিত মুক্তিযোদ্ধা, বেগম খালেদা জিয়াসহ গত জুলাই-আগস্টে আহতদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।
উপজেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মনিরের সভাপ্রধানে ও সদস্য সচিব এমএ রহিম পাটওয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে কেন্দ্রীয় ওলামা দলের সাবেক সদস্য সচিব মাও. নজরুল ইসলাম তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আকবার শেখ, আবু নাফের শাহ, আকতার হোসেন দুলাল, সৈয়দ শরীফ আহম্মেদ, নেছার আহম্মেদ, সদস্য ইমাম হোসেন লিটন, কাজী জসিম উদ্দিন, আব্দুল গফুর পাটওয়ারী, মাসুদ খানসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতা-কর্মী, সমর্থক উপস্থিত ছিলেন।
আরো উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক আবুল খায়ের মজুমদার, যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন মজুমদার, শাহাব উদ্দিন শাহীন মজুমদার, খোরশেদ আলম ভুট্টো, অ্যাড. ওমর ফারুক টিটু, খালেদ মাহমুদ মিঠু মুন্সী, এমরান হোসেন, শাহাবুদ্দিন সাবু, হুমায়ুন কবির স্বপন, মিজানুর রহমান সেলিম, বিল্লাল পাটওয়ারী, কবির হোসেন মুন্সী ও এমরান হোসেন তালুকদার, আব্দুল মতিন স্বপন, সদস্য শাহিন মজুমদার, রাশেদ আলম হীরা, সুমন তালুকদার, সোহেল রানা সোহেলসহ পৌর বিএনপির নেতা-কর্মীরা।
অন্যান্যের মধ্যে উপজেলা যুবদলের আহ্বায়ক হুমায়ুন কবির সুমন, সদস্য সচিব মোস্তফা কামাল সুমন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শুক্কুর আলম, যুগ্ম আহ্বায়ক জুলহাস চৌধুরী ও সাহিদুল ইসলাম সাহিদ, পৌর যুবদলের আহ্বায়ক মারুফ খান রাসেল, সদস্য সচিব নাজমুল হাসান রাজন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান রবিন, যুগ্ম আহ্বায়ক জহির আহমেদ জহির ও রোমান গাজী, ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিল্লাল হোসাইন বেলাল, সদস্য সচিব সাইফুল ইসলাম চৌধুরী মিঠু, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক এসএম ফয়সাল হোসাইন, সদস্য সচিব জুয়েল রানা তালুকদার, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবু ইউসুফ, সদস্য সচিব দ্বীন ইসলাম টগরসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।








