প্রকাশ : ২৭ অক্টোবর ২০২১, ১৯:০৭
কালচোঁ ইউনিয়ন নৌকা প্রত্যাশী ১০ জন

হাজীগঞ্জ উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নে নৌকা প্রত্যাশী ১০ জন। বুধবার প্রার্থী তালিকার জন্য বিকালে ইউনিয়নের রামপুর উচ্চ বিদ্যালয়ে তৃণমূল আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
|আরো খবর
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন মিকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদনা আনিছুর রহমান মজুমদারের সঞ্চালনায় এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
সভায় ১০ জন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন নৌকা প্রতীক চান। এরা হলেন : আকতার হোসেন মিকন, আনিছুর রহমান মজুমদার, আবুল কালাম আজাদ, এস এম মানিক, মাঈনুদ্দিন মিয়াজী, শাখাওয়াত হোসেন, মাহফুজুর রহমান, জসিম উদ্দিন, আনোয়ার হোসেন মজুমদার ও মুক্তা আক্তার।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজী, সাধারণ সম্পাদক গাজী মোঃ মাঈনুদ্দিন, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আহসান হাবীব অরুন, সহ সভাপতি আলী আশ্রাফ দুলাল, সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক মুরাদ, হাজী জসিম উদ্দিন প্রমুখ।
সভার শেষে নামের তালিকা নিয়ে হট্টগোল সৃষ্টি হয়। পরে চেয়ারম্যান পদে নৌকা প্রত্যাশী এস এম মানিক ও আনোয়ার হোসেনের সমর্থকরা বলাখালে এসে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে। এ সময় প্রায় ১ঘন্টা সড়ক অবরোধ ছিল। পরে দু পক্ষের সমঝোতায় অবরোধ প্রত্যাহার করে নেয় মানিক আনোয়ারের সমর্থকরা।