প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৪, ২০:৫১
তারেক রহমান ঘোষিত ৩১ দফা প্রত্যেকের কাছে পৌঁছে দিতে হবে : শরীফ মো. ইউনুছ
শনিবার (১৪ ডিসেম্বর ২০২৪) ফরিদগঞ্জ উপজেলাধীন ৭নং পাইকপাড়া ইউনিয়ন বিএনপি আয়োজিত বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। পাইকপাড়া ইউজি উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি সভাপতি চেয়ারম্যান আবু পাটোয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শাহীন মোল্লার পরিচালনায় জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এমএ হান্নান। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি শরীফ মো. ইউনুছ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক মেয়র মঞ্জিল হোসেন, আব্দুল খালেক পাটোয়ারী, নজরুল ইসলাম পাটোয়ারী, রফিকুল ইসলাম কাঞ্চন, ফারুক আহমেদ খান, আব্দুর রহমান, মহসিন মোল্লা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শাহাদাত হোসেন সাবু পাটোয়ারী, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম নান্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আকতার হোসেন, সদস্য সচিব ফারুক হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান মঞ্জু, সদস্য সচিব শাওন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান খান, মহিলা দলের আহ্বায়ক রেবেকা আক্তার, বিএনপি নেতা শরীফ হোসেন প্রমুখ।
প্রধান বক্তার বক্তব্যে শরীফ মো. ইউনুছ বলেন, দেশ খুনি হাসিনার কবল থেকে মুক্ত হয়েছে, কিন্তু তার রেখে যাওয়া জঞ্জাল পরিষ্কার করে দেশকে উন্নত-সমৃদ্ধ ও আধুনিক দেশে পরিণত করতে এবং উন্নত-সমৃদ্ধ আধুনিক জাতি গঠনের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা ঘোষণা করেছেন। সে ৩১ দফাকে জনগণের মাঝে পৌঁছে দিতে হবে।