রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৩, ০০:০০

চাঁদপুরে কমিউনিটি পুলিশিং : রজতজয়ন্তীর প্রস্তুতি চাই

চাঁদপুরে কমিউনিটি পুলিশিং : রজতজয়ন্তীর প্রস্তুতি চাই
অনলাইন ডেস্ক

সীমিত পরিসরে চাঁদপুরে কমিউনিটি পুলিশিংয়ের দু যুগপূর্তি পালন করা হয়েছে। ১৯৯৯ সালের ২৫ আগস্ট চাঁদপুর জেলা শহরে আনুষ্ঠানিকভাবে কমিউনিটি পুলিশিং কার্যক্রম শুরু হয়। চলতি ২০২৩ সালের ২৫ আগস্ট দুযুগপূর্তি উপলক্ষে কমিউনিটি পুলিশিং চাঁদপুর অঞ্চল-৫-এর পক্ষ থেকে সংক্ষিপ্ত আলোচনা সভা, চিত্রাঙ্কন ও হস্তলিখন প্রতিযোগিতার আয়োজন করা হয়। চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শেখ মুহসীন আলম এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। নানা কারণে প্রতিযোগিতার পুরস্কার বিতরণের কাজটি বিলম্বিত হচ্ছিল। অবশেষে গত শুক্রবার বিকেল সাড়ে তিনটায় আয়োজন করা হয় পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এ অনুষ্ঠানে চাঁদপুর জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সভাপতি, বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডাঃ এস এম সহিদ উল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার বিভিন্ন গ্রুপে বিজয়ী ৪৮জন প্রতিযোগীর মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ অনুষ্ঠানের সভাপ্রধান কাজী শাহাদাত তাঁর বক্তব্যে ২০২৪ সালে চাঁদপুরে কমিউনিটি পুলিশিংয়ের নিরবচ্ছিন্ন পথচলার ২৫ বছরপূর্তি উপলক্ষে যাতে রজতজয়ন্তী অনুষ্ঠান আয়োজনে জেলা পুলিশের সহযোগিতা নিয়ে জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটি যথাযথ পদক্ষেপ নেয় এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রস্তুতি নেয়া শুরু করে সে ব্যাপারে প্রধান অতিথির প্রতি জোর অনুরোধ জানান। জবাবে প্রধান অতিথি ডাঃ এস এম সহিদ উল্লাহ সে অনুরোধ রক্ষার প্রতিশ্রুতি দেন এবং এজন্যে তাঁর পক্ষ থেকে আর্থিক সহযোগিতারও আশ্বাস দেন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত সকলে করতালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

বলা দরকার, সাবেক আইজিপি একেএম শহীদুল হক চাঁদপুরে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্বপালনকালে ১৯৯৯ সাল থেকে কমিউনিটি পুলিশিং কার্যক্রম শুরুর যে ভিত্তি রচনা করে যান, সেটির মডেলরূপী সাফল্যের ওপর ভিত্তি করে তিনি সেটি পুলিশ সুপার, অতিরিক্ত ডিআইজি, ডিআইজি, অতিরিক্ত আইজিপি ও আইজিপি হিসেবে দায়িত্বপালনকালে পর্যায়ক্রমে সারাদেশে ছড়িয়ে দেন। আইজিপি হিসেবে তাঁর বিদায়ের পর তাঁর স্থলাভিষিক্ত চাঁদপুরের কৃতী সন্তান ড. জাবেদ পাটোয়ারী কমিউনিটি পুলিশিংকে চাঙ্গা রাখার ব্যাপারে আন্তরিকতা প্রদর্শন করেন। তারপর দেশে বিট পুলিশিং প্রবর্তিত হলে কমিউনিটি পুলিশিং কার্যক্রমে ভাটা পড়ার বিষয়টি দেশের বিভিন্ন স্থানে শুধু নয়, চাঁদপুর জেলার কিছু স্থানেও দেখা যায়। কিন্তু যে চাঁদপুর জেলা শহরে কমিউনিটি পুলিশিংয়ের যাত্রা শুরু হয় মডেলরূপে, সেটি এখনও সারাদেশের জন্যে মডেল হিসেবেই রয়ে গেছে। আমরা মনে করি, চাঁদপুর শহরের কমিউনিটি পুলিশিং শহরবাসীর নিকট গ্রহণযোগ্যতা লাভ করায় এটি একটা টেকসই অস্তিত্ব প্রমাণে সক্ষম হয়েছে। এটা কম কিসে! সেজন্যে চাঁদপুর শহরে কমিউনিটি পুলিশিংয়ের নিরবচ্ছিন্ন পথচলার ২৫ বছরপূর্তি তথা রজতজয়ন্তী সাড়ম্বরে উদযাপনের বিষয়টি যৌক্তিক। সেমতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর হাতে পর্যাপ্ত সময় নিয়ে প্রয়োজনীয় প্রস্তুতিগ্রহণ করা বাঞ্ছনীয় বলে মনে করি। আমরা এ ব্যাপারে চাঁদপুর জেলা পুলিশের সক্রিয় সাড়া, সমর্থন ও পৃষ্ঠপোষকতা প্রত্যাশা করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়