শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর শহরের পাঁচ রাস্তার মোড়ে 'আল্লাহু চত্বর'
  •   চাঁদপুর কণ্ঠৈর কলামিস্ট এএসএম শফিকুর রহমানের ইন্তেকাল
  •   নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেল সেনাবাহিনী
  •   জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে’ প্রধান উপদেষ্টার ১০০ কোটি টাকার অনুদান
  •   মেঘনায় নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৫৭

ইবাদত বন্দেগিতে পালিত হলো পবিত্র শবে বরাত

স্টাফ রিপোর্টার
ইবাদত বন্দেগিতে পালিত হলো পবিত্র শবে বরাত

ইবাদত বন্দেগি আর দোয়ার মধ্য দিয়ে সারাদেশের ন্যায় চাঁদপুরেও পালিত হলো পবিত্র শবে বরাতের রাত। এশার নামাজের পর থেকে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে শহরের বাইতুল আমিন রেলওয়ে জামে মসজিদ, ঐতিহাসিক পুরাণবাজার জামে মসজিদ, হাজীগঞ্জ বড় মসজিদ সহ চাঁদপুর জেলার সব মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিরা রাত জেগে শবে বরাতের নামাজ আদায় ও দোয়া-মাহফিলে অংশ নেন। পবিত্র শবে বরাতের রাত তথা মুক্তির এ রাতে মসজিদে মসজিদে মুসল্লিদের ইবাদত-বন্দেগি। মহিমান্বিত এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা পরম করুণাময় মহান আল্লাহর অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ, কোরআন তেলাওয়াত ও জিকিরে মগ্ন রয়েছেন। সব মসজিদেই চলছে ইবাদত-বন্দেগি। শহরের ছোট বড় সকল মসজিদসহ অলিগলির সব মসজিদেই হয়েছে বিশেষ দোয়া কামনা এবং ইসলামি বয়ান। তবে রাতের ঠান্ডা বাতাসে শীত অনুভূত হওয়ায় সব বয়সী মুসল্লীরা মসজিতে এবং নিজ গৃহে নামাজ ও দোয়া দুরুদে মশগুল ছিলো। মধ্যরাতের পর রাস্তায় তাদের আনাগোনা কমে যায়।

ইসলাম ধর্মে গুরুত্বপূর্ণ চারটি রাতের অন্যতম শবে বরাতের রাত। এই রাতে পরম করুণাময় তার বান্দার জন্য খুলে দেন রহমত আর দয়ার ভাণ্ডার। এই রজনী জানান দেয় রমজানের আগমনী বার্তা। এক মাস সিয়াম সাধনার আগে শবে বরাত উপলক্ষে নফল রোজা এবং নফল নামাজের মধ্য দিয়ে মূলত মুসল্লিরা রমজানের প্রাক-প্রস্তুতি নেওয়ার সুযোগ পান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়